নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার ও সাংবাদিকতা নিয়ে আলোচনা সভা

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা  © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি (পিএসএস) বিভাগ ‘হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিজম: আন্ডারস্ট্যান্ডিং প্রেস ফ্রিডম অ্যান্ড মিডিয়া অ্যাডভোকেসি’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। এই অনুষ্ঠানে মানবাধিকার, সংবাদপত্রের স্বাধীনতা ও দায়িত্বশীল সাংবাদিকতার সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়।

বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনএসইউর মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) বিভাগের সহকারী অধ্যাপক ড. হারিছুর রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি বলেন, মানবাধিকার ও সংবাদপত্রের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বোঝার গুরুত্ব রয়েছে। কারণ উভয়ই একটি সুস্থ গণতন্ত্রের জন্য অপরিহার্য।

এএফপির ঢাকা ব্যুরো চিফ শেখ সাবিহা আলম বলেন, মানবাধিকার নিয়ে কাজ করতে গেলে বা কথা বলতে গেলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, মানবাধিকারের বিষয়ে পক্ষপাতহীন সাংবাদিকতা আমরা খুব কমই দেখি। রাষ্ট্রের উচিত সব নাগরিকের মানবাধিকার নিশ্চিত করা।

এরপর আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, গণমাধ্যম হচ্ছে ক্ষমতার জবাবদিহি নিশ্চিত করার একটি মূল স্তম্ভ। এটি গণতান্ত্রিক নীতিমালা বজায় রাখতে সহায়তা করে।

এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম বলেন, সাংবাদিকতা যাতে মুক্তভাবে বিকশিত হতে পারে, সেজন্য এমন পরিবেশ সৃষ্টি করা জরুরি, যেখানে সাংবাদিকরা কোনো ভয় ছাড়াই কাজ করতে পারবেন।

এনএসইউর পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান ড. রিজওয়ান খায়ের বলেন, এই অনুষ্ঠানটি সংবাদপত্রের স্বাধীনতার গুরুত্ব ও এটি কীভাবে মানবাধিকারকে প্রভাবিত করে, তা স্পষ্ট করেছে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমসিজে বিভাগের সহকারী অধ্যাপক ড. এস.এম. রেজওয়ান উল আলম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence