এইউএসটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘প্রারব্ধ প্রহর-২০২৫’

এইউএসটি সিভিলিয়ানস' প্রারব্ধ প্রহর-২০২৫
এইউএসটি সিভিলিয়ানস' প্রারব্ধ প্রহর-২০২৫  © সংগৃহীত

আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (এইউএসটি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এইউএসটি সিভিলিয়ানস' প্রারব্ধ প্রহর-২০২৫’। অনুষ্ঠানটি আগামী শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বাদামতলায় আয়োজিত হবে। প্রতি বছরের মতো এবারও এইউএসটি সিভিল ইঞ্জিনিয়ারিং সোসাইটির উদ্যোগে উৎসবটির আয়োজন করা হচ্ছে।

এই বছর উৎসবটির আয়োজক হিসেবে কাজ করছে প্রারব্ধ ৪৬, এবং সহ-আয়োজক হিসেবে দায়িত্ব পালন করছে ব্যাচ ৫১। এই অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী ব্যাচ চিরক্রীত ৪৫-কে বিদায় জানানো হবে এবং নতুন ব্যাচ ৫২-কে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।

এইউএসটি সিভিলিয়ানস প্রারব্ধ প্রহর-২০২৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক নতুন উজ্জীবনী উৎসব হিসেবে উদযাপিত হবে, যেখানে তারা একত্রিত হয়ে আনন্দ ও একাত্মতা উদযাপন করবেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!