এনএসইউতে ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্থায়ী প্রাসঙ্গিকতা’ শীর্ষক সেমিনার

১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০৯ PM
এনএসইউতে মানবাধিকার বিষয়ক সেমিনার

এনএসইউতে মানবাধিকার বিষয়ক সেমিনার © টিডিসি ফটো

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের অতীত এবং বর্তমান: জেনেভা কনভেনশনগুলির বিবর্তন এবং আধুনিক সশস্ত্র সংঘর্ষে আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্থায়ী প্রাসঙ্গিকতা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৭ ফেব্রুয়ারি) আইন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট রুমে সেমিনারটি আয়োজন করা হয়। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক সৈয়দ মানসুর হাশিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট বাংলাদেশের আইন পরামর্শক ফাহমিদা করিম এবং প্রতিরোধ এবং যোগাযোগ ব্যবস্থাপক দীপালি গৌর। উদ্বোধনী বক্তৃতা রাখেন স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন এবং আইন বিভাগের অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম। এছাড়া, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

সেমিনারে বক্তারা আন্তর্জাতিক মানবিক আইনে মানবাধিকারের রক্ষা এবং সশস্ত্র সংঘর্ষের সময় মানবিক সহায়তা নিশ্চিত করতে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন। এছাড়া,  প্রশ্নোত্তর পর্বে শিক্ষক ও শিক্ষার্থীরা জেনেভা কনভেনশনের ঐতিহাসিক বিবর্তন, আধুনিক যুদ্ধে এর প্রভাব, এবং আন্তর্জাতিক মানবিক আইন এর বাস্তবায়ন নিশ্চিত করার চলমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেছেন।

ফাহমিদা করিম বলেন, আন্তর্জাতিক মানবিক আইনের মূল লক্ষ্য হলো যেকোনো পরিস্থিতিতে বিশেষ করে সশস্ত্র সংঘর্ষের সময় নিরস্ত্র মানুষের মৌলিক অধিকার রক্ষা করা। এছাড়াও, তিনি বর্তমান বিশ্বে সশস্ত্র সংঘর্ষে মানবাধিকারের প্রাসঙ্গিকতা এবং তার বাস্তবায়ন সম্পর্কে তার দৃষ্টিকোণ তুলে ধরেন। 

আরেক বক্তা দীপালি গৌর যুদ্ধের ভয়াবহতা এবং তৎক্ষণাৎ পুনর্বাসনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, রেড ক্রিসেন্ট সশস্ত্র সংঘর্ষের প্রতি প্রথম প্রতিক্রিয়া জানিয়ে যুদ্ধের নৃশংসতা কমাতে সহায়তা করে।

উল্লেখ্য, প্রধান বক্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রুয়েট ভর্তি পরীক্ষা শেষ, ফলাফল কবে?
  • ২২ জানুয়ারি ২০২৬
নারী সেজে ফেসবুকে প্রেম, যুবক গ্রেপ্তার
  • ২২ জানুয়ারি ২০২৬
চাঁদপুরের পাঁচ আসনে ৩৫ প্রার্থীর মধ্যে একমাত্র নারী প্রার্থ…
  • ২২ জানুয়ারি ২০২৬
বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংক…
  • ২২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপ ইস্যুতে মুখ খুলছে না বিসিবি, কী আছে ভাগ্যে?
  • ২২ জানুয়ারি ২০২৬
মতলবে গ্যাস সিলিন্ডারের সংকট চরমে, দিশেহারা সাধারণ মানুষ
  • ২২ জানুয়ারি ২০২৬