‘রুটস অ্যান্ড রুটস: বাংলাদেশে ব্যবসার পথ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করল এনএসইউ

  © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স (এসআইপিজি) তার নতুন প্রকাশনা ‘রুটস অ্যান্ড রুটস: বাংলাদেশে ব্যবসার পথ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন করেছে। অনুষ্ঠানে অ্যাকাডেমিক, শিল্পপতি, উদ্যোক্তা ও উদীয়মান পেশাজীবীরা বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন। 

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি)  নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের পরিচালক সৈয়দ মানসুর হাশিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একাডেমিক গবেষণা ও শিল্পের সংযোগের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শুরু হয় পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি (পিএসএস) বিভাগের চেয়ার ড. রিজওয়ান খায়ের এর বক্তব্য দিয়ে, যিনি বলেন, “এই বইয়ের ধারণা EMPG প্রোগ্রামের একটি ক্লাসে মোহসিনের দেশীয় ব্যবসায়িক কেস স্টাডি সংকলনের প্রস্তাব থেকে জন্ম নেয়। CTRG গ্রান্ট এবং তরুণ গবেষকদের সহায়তায় এই উদ্যোগ আজ বাস্তবে রূপ ধারণ করেছে।”

লেখক সৈয়দ শাহনওয়াজ মহসিনও বলেন, ‘ব্যবসায়ের ছাত্র হিসেবে, আমি ভাবতাম কেন শুধুমাত্র আন্তর্জাতিক মডেলের উপর নির্ভর করা হচ্ছে? বাংলাদেশি ব্যবসার সফলতার গল্প তুলে ধরার প্রচেষ্টা থেকেই এই বইটি উদ্ভাবিত হয়েছে। বিভিন্ন খাতের বিশিষ্ট বক্তারা তাদের মতামত প্রদান করেন। ক্লে ইমেজ-এর প্রতিষ্ঠাতা ও মালিক, রেহানা আখতার বলেন, “বাস্তবিক স্থানীয় কেস স্টাডি ভবিষ্যতের উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হবে। 

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর স্বাধীন পরিচালক, আখতার মতিন চৌধুরী বলেন, ‘ওয়ালটনের পারিবারিক ব্যবসা থেকে বাজার নেতায় পরিণত হওয়ার কাহিনী শিক্ষার্থীদের জন্য অবশ্যই অধ্যয়নের যোগ্য।” এনএসইউ-এর কোষাধ্যক্ষ ও প্রো-ভাইস চ্যান্সেলর, অধ্যাপক আবদুর রব খান জানান, “বইটিতে অন্তর্ভুক্ত কেস স্টাডি শিক্ষার্থী ও গবেষকদের জন্য অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করবে।” অবশেষে, উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “একাডেমিক অনুসন্ধান ও ব্যবহারিক অন্তর্দৃষ্টির সমন্বয়ে এই উদ্যোগ আমাদের স্থানীয় ব্যবসার পরিবেশকে আরও শক্তিশালী করবে।’

গবেষণা সহকারী সাকিব, সারা ও ইমরানা তাদের প্রধান ফলাফল উপস্থাপন করেন, যা বইটির একাডেমিক মান ও বাস্তব প্রাসঙ্গিকতা তুলে ধরে। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মানার্থে অধ্যাপক ড. শেখ তৌফিক এম হকের নেতৃত্বে একটি চিত্রকর্ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানটি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসার প্রেক্ষাপটে জ্ঞানভিত্তিক পরিবেশ গঠনে এনএসইউ-এর অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence