নির্বাচন কমিশন © সংগৃহীত
ত্রয়োদশ সংসদ নির্বাচনের ১০ অঞ্চলের বিভিন্ন দলের প্রার্থীদের তালিকা প্রকাশ করল ইসি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
তালিকা অনুযায়ী, নিবন্ধিত ৬৩ টি রাজনৈতিক দলের মধ্যে ৫৪টি দলকে ভোটে পাচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে ২৯৮ আসনে সব মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন ১৯৮১ জন প্রার্থী। তাদের মধ্যে ১৭৩২ জন দলীয় মার্কা নিয়ে লড়বেন, আর ২৪৯ জন স্বতন্ত্র। এর সঙ্গে পাবনা ১ ও পাবনা-২ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা যোগ হবে ২৭ জানুয়ারির পর।
তালিকা দেখা যায়, এবার বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সর্বেচ্চ ২৮৮ জন ভোটের মাঠে রয়েছে। এরপর আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, দলটির প্রার্থী সংখ্যা ২৫৩।
এই হিসাবে স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যায় তৃতীয় সর্বোচ্চ। আর জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে মোট ২২৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জাতীয় পার্টির ১৯২ জন, গণঅধিবার পরিষদের ৯০ জন এবং এনসিপির ৩২ জন প্রার্থী ভোটে রয়েছেন।
৩০০ আসনের দলীয় প্রার্থীর তালিকা দেখুন এখানে