জেএনআরএফ ইউনির্ভাসিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৩:৫১ PM
জেএনআরএফ ইউনির্ভাসিটিতে অনুষ্ঠিত হলো স্প্রিং-২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েনেটশন। রোববার বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
ওরিয়েনেটশনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান নার্গিস রফিকা রহমান, ট্রাস্টি মোহাম্মদ জুলাফিকার আলী সিকদার, উপাচার্য অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান, উপ উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দীনসহ সকল বিভাগীয় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী। অনুষ্ঠানে অষ্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস্ ইউনির্ভাসিটির অধ্যাপক ড. হুমায়ূন মোরশেদ এবং সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনির্ভাসিটির অধ্যাপক ড. কামরুল আলম যুক্ত হন।
অনুষ্ঠানে উপাচার্য ড. জুবায়দুর রহমান বলেন, “এই বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থী বান্ধব। কোন শিক্ষার্থীকে আলোকিত মানুষ হতে গেলে তাকে অবশ্যই স্বপ্ন দেখতে হবে। এই বিশ্ববিদ্যালয় স্বপ্ন পূরণের জায়গা। তোমরা স্বপ্ন দেখো এবং লক্ষ্যের দিকে এগিয়ে যাও।’’
অধ্যাপক কামরুল আলম বলেন, “এই বিশ্বদ্যিালয়ের ইউনিকনেস হলো একাডেমিক ও ননএকাডেমিক শিক্ষা কার্যক্রম। এই বিশ্ববিদ্যালয়টি একজন আলোকিত মানুষ তৈরির সবরকম উপকরণ দিয়ে সাজানো হয়েছে। শিক্ষা কেবল নিজের সম্পদ নয় বরং একজন শিক্ষিত ব্যক্তি সমাজের সম্পদ।’’ তিনি তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সারা পৃথিবীতে আলোকিত মানুষের স্বাক্ষর রাখতে আশা ব্যক্ত করেন।
অধ্যাপক হুমায়ুন মোর্শেদ ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, “স্বপ্ন বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট রোড ম্যাপ দরকার; তোমরা স্বপ্ন পূরণ করতে এখনই দৃঢ় প্রতিজ্ঞ হও এবং সে লক্ষ্যে কাজ করে যাও, তাহলেই স্বপ্ন বাস্তবায়ন হবে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং এর কাঠামো তোমাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করছে।’’
সহযোগী অধ্যাপিকা সীমা হায়দার চৌধুরী আইন বিভাগের বিষয় সম্পর্কে বলতে গিয়ে বলেন, “একজন দক্ষ আইনজ্ঞ হওয়ার জন্য একটি গল্প থাকতে হবে। সেই সাথে থাকতে হবে ইথিক্যাল এবং মোরাল শক্তি।’’
এছাড়াও বিভাগীয় কো-অর্ডিনেটর হিসেবে শিক্ষার্থীদের কারিকুলাম এবং পাঠদান পদ্ধতি সম্পর্কে বক্তব্য দেন বিবিএ প্রোগ্রামের সহযোগী অধ্যাপিকা উম্মে সালমা, ইংরেজি প্রোগ্রামের সহযোগী অধ্যাপক শাহদাত হোসেন, অর্থনীতি বিভাগের কো-অর্ডিনেটর আফরিন জান্নাত, কম্পিউটার সায়েন্স বিভাগের কো-অর্ডিনেটর ইসরাত জাহান ঈশা এবং ইনফরমেশন টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক রাজীব আনাম ।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক নীতিমালা সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা দেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড. মো. মহিউদ্দীন।
এই অনুষ্ঠানে ইমাজেন ভেনচার ইযুথ চ্যালেঞ্জ ২০২৪-২৫ ইং এ জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং তাদের মেন্টর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাহাত উদ্দীনসহ শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ছাত্রছাত্রীদের মাঝে তুলে ধরেন।
জেডএনআরএফ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রতি বছর শিক্ষার্থীদের পক্ষ থেকে স্টুডেন্ট অব দ্যা ইয়ার ঘোষণা করে পুরস্কার প্রদান করে থাকে। এবছর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য আরও একটি পুরস্কার ‘‘জেডএনআরএফ ট্রাস্ট অ্যাওয়ার্ড‘‘ ঘোষণা করে এবং বিবিএ প্রোগ্রামের মিরাজ হোসেনকে নির্বাচিত করে পুরস্কৃত করে। পুরস্কার হিসাবে উন্নতমানের একটি কম্পিউটার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নার্গিস রফিকা রহমান এবং ট্রাস্টি মেম্বার জুলফিকার আলী মিরাজ হোসেনকে তুলে দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক রুমা হালদার।