শীর্ষস্থানীয় ১৯ প্রতিষ্ঠান নিয়ে ইউআইটিএসে জব ফেয়ার

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:২৫ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
ইউআইটিএস’র উদ্যোগে জব ফেয়ার উদ্বোধন করছেন অতিথিরা

ইউআইটিএস’র উদ্যোগে জব ফেয়ার উদ্বোধন করছেন অতিথিরা © সংগৃহীত

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পিএইচপি স্কয়ারে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। এতে যেখানে দেশের ১৯ শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দুই হাজারের বেশি চাকরিপ্রত্যাশী মেলায় আবেদনপত্র জমা দিয়েছেন।

এ আয়োজনে বিজনেস অনুষদের ডিন ও জব ফেয়ার কমিটির আহ্বায়ক ড. ফারুক হোসেন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। 

উপাচার্য বলেন, জব ফেয়ার এমন একটি আয়োজন যা মানুষের স্বপ্নকে বাস্তবায়নের সুয়োগ তৈরি করে দেয়। আমাদের শিক্ষার্থীদেরকে ভবিষৎ গড়ার পথ দেখানোর জন্যই আজকের এ আয়োজন। এ ফেয়ার থেকে শিক্ষার্থীরা চাকরি করা বা উদ্যোক্তা হওয়ার পরামর্শ নিতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

তিনি এ ধরনের আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে যে সব কোম্পানি এই জব ফেয়ারে অংশগ্রহণ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে উপাচার্য বেলুন উড়িয়ে ইউআইটিএস জব ফেয়ারের উদ্বোধন করেন।  

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ এবং পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আজিজুল হোসেন। এ সময় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী, আইন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), ড. মো. নাহিদুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইউআইটিএস এ জব ফেয়ারের মাধ্যমে কোম্পানি ও দক্ষ প্রার্থীদের মধ্যে সংযোগ স্থাপনের সুযোগ করে দিয়েছে। এতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অন-স্পট সাক্ষাৎকারের মাধ্যমে চাকরিপ্রক্রিয়া সহজতর করার পাশাপাশি তাদের ব্র্যান্ড দৃশ্যমানতা বৃদ্ধি ও যোগ্য প্রার্থীদের আকর্ষণ করার সুযোগ পেয়েছে।

অপরদিকে চাকরিপ্রত্যাশীরা প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ অন্বেষণ এবং বাস্তব শিল্পখাতের সর্বশেষ প্রবণতা সম্পর্কে ধারণা লাভের সুযোগ পেয়েছে। এছাড়া এই আয়োজন তরুণ পেশাদারদের ক্ষমতায়নের পাশাপাশি শিল্প নেতাদের সাথে নেটওয়ার্কিং ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা প্রদর্শনের প্ল্যাটফর্ম হিসেবেও কাজ করেছে। সম্পূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ও উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শুভ দাস।

ইউআইটিএস জব ফেয়ার ২০২৫ সালে অংশগ্রহণকারী কোম্পানিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: পিএইচপি ফ্যামিলি, ইকিউএমএস কনসান্টিং লিমিটেড, সম্ভব জবস, পিপলস্  ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বেস্ট টিউশন বাংলাদেশ, বিডি কলিং একাডেমি, জেনেক্স, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট, ল্যান্ড ডোর প্রোপার্টিজ লিমিটেড, নেটকম লারনিং, এডিফাইস কন্সালটেন্সি লিমিটেড, রেডমিন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিডি জবস্ ডট কম, নকিব গ্রুপ, ওয়াধওয়ানি ফাউন্ডেশন, শাহজালাল ইসলামি ব্যাংক লিমিটেড, ট্রান্সফো টেক গ্লোবাল বাংলাদেশ, সানমার্ক মিডিয়া কমিউনিকেশন।

আরো পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই চাকরি বিকাশে, আবেদন অনলাইনে

মিডিয়া পার্টনার হিসেবে ছিল  দ্যা ডেইলি ক্যাম্পাস, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা টাইমস, আমাদের সময়, জাগো নিউজ ২৪, এটিএন বাংলা ও বাংলা ভিশন। সংশ্লিষ্টরা বলছেন, গ্র্যাজুয়েশন শেষ করে চাকরি ইচ্ছুক শিক্ষার্থীরা চাকরির জন্য কোম্পানিগুলোর দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু ইউআইটিএস’র এমন ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের ক্যারিয়ারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জব ফেয়ার কমিটির সদস্য সচিব মো. তারিকুল ইসলাম। তিনি সব অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ভবিষ্যতেও শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে সহযোগিতা এবং শিল্পখাতের সাথে সংযোগ স্থাপনের জন্য এ ধরনের কর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।

দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের …
  • ২২ জানুয়ারি ২০২৬
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে না বাংলাদেশ 
  • ২২ জানুয়ারি ২০২৬
সমাবেশে নাম ঘোষণাকে কেন্দ্র বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০
  • ২২ জানুয়ারি ২০২৬
কক্সবাজার-৪ ভোটের আমেজ শুরু, আলোচনায় বিএনপি-জামায়াত প্রার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
বিদ্রোহী প্রার্থীকে বিএনপি থেকে বহিষ্কারের পর থানা কমিটিও স…
  • ২২ জানুয়ারি ২০২৬
ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬