এনএসইউতে বাংলাদেশের বিজ্ঞাপন সংস্কৃতির ওপর বইয়ের মোড়ক উন্মোচন

বইয়ের মোড়ক উন্মোচন
বইয়ের মোড়ক উন্মোচন  © সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিন্ডিকেট হলে আজ বৃহস্পতিবার ‘ডিকোডিং অ্যাড কালচার: টেলিভিশন কমার্শিয়ালস অ্যান্ড ব্রডকাস্ট রেগুলেশনস ইন বাংলাদেশ’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোশিওলজি (পিএসএস) বিভাগের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ড. হারিছুর রহমান বইটি রচনা করেন। 

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যমুনা টিভির প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম; বেঞ্চমার্ক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আশরাফ কায়সার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. খোরশেদ আলম; ফোরথট পিআর-এর মিডিয়া লিড খাজা মাঈন উদ্দিন; এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সিনিয়র লেকচারার মোশাররাত হোসেন। সেশনটি সঞ্চালনা করেন এমসিজে প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ান উল আলম। 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই বইটি অনেক নতুন প্রশ্ন তৈরি করেছে, যা আমাদের নতুনভাবে ভাবতে বাধ্য করবে। আমরা যদি যথাযথ জ্ঞান ও বুদ্ধিমত্তার অধিকারী না হই, তাহলে অন্য কেউ এটার সুযোগ নিতে পারে।’

এনএসইউর মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম প্রোগ্রামের সহযোগী অধ্যাপক ড. মো. হারিছুর রহমান বইটি লেখার জন্য দীর্ঘ সময় ধরে গবেষণা করেছেন। বইটিতে বিভিন্ন টিভি প্রযোজক, মিডিয়া বিশ্লেষকদের সাথে ২৮টি সাক্ষাত্কার অন্তর্ভুক্ত রয়েছে। তিনি বলেন, ‘বইটিতে বিজ্ঞাপনগুলো কীভাবে সামাজিক দায়বদ্ধতাকে গুরুত্ব না দিয়ে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মনোজগতে প্রভাব ফেলতে পারে তা তুলে ধরা হয়েছে।’

আলোচকরা ভোক্তা আচরণের উপর বিজ্ঞাপনের প্রভাবের সময়োপযোগী বিশ্লেষণ এবং শিল্পে বৃহত্তর স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিয়ে বিশদ আলোচনার জন্য বইটির প্রশংসা করেন। বাংলাদেশে দায়িত্বশীল বিজ্ঞাপন এবং নীতি সংস্কারের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা তুলে ধরে একটি আলোচনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়। 

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence