বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) দিনব্যাপী ‘জুলাই বিপ্লব ও তারুণ্যের উৎসব-২০২৫’ শিরোনামে দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই বিপ্লব আমাদের জন্য শুধু ইতিহাসের শুধু একটি অধ্যায় নয়, বরং এটি বৈষম্যবিরোধী আন্দোলনের এক মহান প্রতীক। বর্তমান সময়ে তারুণ্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারাই আগামী দিনের পরিবর্তনের কাণ্ডারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ।
আলোচনায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জুলাই বিপ্লব আমাদের দেখিয়েছে যে ঐক্যবদ্ধ তারুণ্য কীভাবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে দাঁড়াতে পারে। আমরা চাই সমাজে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হোক।
এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ পরিবারের সদস্যগণ তাদের অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করে বলেন, শহিদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। আমরা চাই ভবিষ্যৎ প্রজন্ম একটি বৈষম্যহীন সমাজে বসবাস করুক।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিইউবিটির আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ সরফরাজ হামিদ। এসময় অনুষ্ঠানে বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।