এআইইউবিতে ‘ইকো ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত

ইকো ফেস্ট ২০২৫
ইকো ফেস্ট ২০২৫  © টিডিসি রিপোর্ট

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘ইকো ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার ) দিনব্যাপী এ আয়োজনে ২০টি স্কুল ও কলেজের ২০০ জন শিক্ষার্থী এবং এআইইউবির ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা পোস্টার প্রেজেন্টেশন, কুইজ প্রতিযোগিতা, বিতর্ক এবং উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণের মাধ্যমে সামাজিক-অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে মতবিনিময় করেন। এবারের ইকো ফেস্টের মূল প্রতিপাদ্য ছিল টেকসই উন্নয়নের জন্য সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ, যা তরুণদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর ড. আবদুর রহমান। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি তার বক্তব্যে সামাজিক-অর্থনৈতিক বৈষম্য দূর করার মাধ্যমে একটি উজ্জ্বল ও টেকসই ভবিষ্যত গড়ার গুরুত্ব তুলে ধরেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম। তিনি যুবসমাজের সম্পৃক্ততা এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ন্যায়সঙ্গত ও টেকসই সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। 

সমাপনী অনুষ্ঠানে এআইইউবির অর্থনীতি বিভাগের প্রধান ড. ফারিয়া সুলতানা অংশগ্রহনকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। 

অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ আয়োজনে উপস্থিত ছিলেন এআইইউবির শিক্ষকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকরা।  

‘ইকো ফেস্ট ২০২৫’ শিক্ষার্থীদের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে তারা নিজেদের প্রতিভা তুলে ধরে এবং সামাজিক-অর্থনৈতিক সমস্যা সমাধানের নতুন পথ খুঁজে বের করার সুযোগ পেয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence