ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী ‘ওভার দ্য ওয়াল সিজন ৩’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
গ্লোবাল মার্কেট লিডার ‘ম্যারিকো ম্যাটারস’ সম্প্রতি তাদের আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা ‘ওভার দ্য ওয়াল’ এর তৃতীয় সিজন সফলভাবে সম্পন্ন করেছে। সৃজনশীলতা, উদ্ভাবন, সমস্যা সমাধান এবং টিমওয়ার্কের উপর ভিত্তি করে এই প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণ করা হয়।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্যবসা প্রশাসনের ছাত্রী ফাহমিদা ফাবরিন, ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির ইফাত নিতু এবং নাফিসা আলম তরী; তাঁদের টিম ‘পাওয়ারপাফ গার্লস’ এবছরের বিজয়ী খেতাব অর্জন করেন। পুরো প্রতিযোগিতা জুড়ে তারা তাদের দক্ষতা, নিষ্ঠা এবং টিমওয়ার্ক দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন। গত ১৮ জানুয়ারি রাজধানীর গুলশানে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড হেডকোয়ার্টারে এক জমকালো অনুষ্ঠানে মাধ্যমে ওভার দ্যা ওয়ালের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
এ বছরের প্রতিযোগিতায় ৩৩টি ক্যাম্পাস থেকে ১৮০০+ টিম এবং ৫ হাজার+ প্রতিযোগী অংশ নেয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. শামস রহমান তাদের অসাধারণ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন বড় মঞ্চে আবারও অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেছেন।