ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫- এর অনুষ্ঠান অনুষ্ঠিত

উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান
উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান  © টিডিসি ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ আয়োজিত ‘ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫’ শিরোনামে আন্তঃকলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্লকচেইন অলিম্পিয়াড, আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শো, লাইন ফলোয়িং রোবট (এলএফআর) এবং প্রোগ্রামিং কনটেস্টসহ মোট ছয়টি বিষয়ে দুই দিনব্যাপী (১৭-১৮ জানুয়ারি ২০২৫) প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় ইউআইইউ ক্যাম্পাসে এ অনুষ্ঠান হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি, এমসিআইপিএস (সিএস)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো: আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ সিএসই ফেস্ট ২০২৫ এর অর্গানাইজিং সেক্রেটারি এবং ইউআইইউ সিএসই বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. সুমন আহম্মেদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ সিএসই বিভাগের প্রধান প্রফেসর ড. মুহাম্মদ নূরুল হুদা।

উক্ত ফেস্টে বাংলাদেশের প্রায় ৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ৩০টি কলেজ থেকে প্রায় ১ হাজার ৫০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করছে। বিশেষ করে কম্পিউটার বিজ্ঞান বিভাগ ও আইসিটি বিভিগের তরুণ শিক্ষার্থীদের জন্য থাকছে নানা বিষয়ে প্রতিযোগিতা। বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রাইজ ম্যানি হিসাবে থাকছে সর্বমোট ১১ লাখ টাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে মানুষের কল্যাণে কাজ করতে হবে। এ ছাড়া দেশের সমস্যা সমাধানে প্রযুক্তিকে মানুষের কল্যাণে প্রাসঙ্গিক করতে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন তিনি।

বিশেষ অতিথি তার বক্তব্যে জাতীয় পর্যায়ে এ ধরনের ফেস্ট আয়োজনের জন্য ইউআইইউ’কে ধন্যবাদ জানান এবং এ ধরনের প্রোগ্রামের সঙ্গে আইসিটি বিভাগ সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের প্রযুক্তিতে দক্ষ হয়ে গড়ে উঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তাবৃন্দ, শিক্ষাবিদ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, আইটি বিশেষজ্ঞ এবং সাংবাদিকগণসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence