বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘পুসাব’ এর আংশিক কমিটি প্রকাশ

  © লোগো

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এলায়েন্স অফ বাংলাদেশ (পুসাব) এর ৬৪ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি প্রকাশিত হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) রাতে প্ল্যাটফর্মটির ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি প্রকাশিত হয়। তবে পূর্ণাঙ্গ কমিটি পরবর্তী ধাপে প্রকাশিত হবে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই কমিটি দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের অধিকার, শিক্ষার মান উন্নয়ন, এবং বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা পালন করবে। সংগঠনটি শিক্ষার্থীদের মাঝে নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা, সামাজিক উদ্যোগে অংশগ্রহণ, এবং জাতীয় উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে কাজ করবে। 

এই কমিটি ধর্ম, বর্ণ, দল, মত, পথ নির্বিশেষে সকলের জন্য সব ধরনের অনিয়ম, দুর্নীতি ও অসৎ উপায় পরিহার করে সততা ও জবাবদিহিতার মাধ্যমে অরাজনৈতিক ও নিরপক্ষেভাবে কাজ করবে বলে  প্রত্যাশা করে সংগঠনটির নেতারা। 

পুসাব জানায়, প্ল্যাটফর্মটি ২০১৫ সাল থেকেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে। যা ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে দেশের শিক্ষার্থীদের মাঝে সুসংহত একটি প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি লাভ করেছে। নতুন কমিটি আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করে শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!