বিইউবিটিতে স্প্রিং-২০২৫ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

বিইউবিটির স্প্রিং ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা
বিইউবিটির স্প্রিং ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা  © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) স্প্রিং ২০২৫ সেমিস্টারের শিক্ষার্থীদের বর্ণাঢ্য নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনে স্বাগত জনানো হয়। 

আজ বুধবার (১৫ জানুয়ারি) পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি.কে. গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মাদ মুস্তাফা হায়দার। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব ও সময়ের সঠিক ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন, ‘আপনাদের সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতের সাফল্যের পথে এগিয়ে যেতে হবে। কঠোর অধ্যবসায় ও ধৈর্য ছাড়া জীবনে সাফল্য অর্জন সম্ভব নয়।’

আরও পড়ুন: চাকরির সুযোগ দিচ্ছে বিইউবিটি, লাগবে না অভিজ্ঞতা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি তার বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব গঠন এবং সমাজের উন্নয়নে ভূমিকা রাখার একটি প্রধান উপায়। শিক্ষার্থীদের জীবনে দৃঢ় লক্ষ্য স্থির করে সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অর্জনের চেষ্টা করতে হবে।’

নবীনবরণে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টি বোর্ডের সম্মানিত সদস্য ও সাবেক স্বাস্থ্য সচিব এ এফ এম সরওয়ার কামাল। তিনি তার বক্তব্যে উচ্চশিক্ষার গুরুত্ব ও ভূমিকা তুলে ধরেন এবং নবীন শিক্ষার্থীদের ব্যক্তিগত ও পেশাগত উৎকর্ষ অর্জনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য ও উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ। তিনি শিক্ষার বহুমুখী দিক এবং আধুনিক সমাজে দক্ষ মানবসম্পদ তৈরির প্রয়োজনীয়তা, মানবিক মূল্যবোধ ও নৈতিক উৎকর্ষতা অর্জনের বিষয়ে আলোকপাত করেন।

আরও পড়ুন: এবার বিইউবিটির ভিসির দায়িত্ব পেলেন বিদেশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলা ও মানবিক অনুষদের ডিন ও আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক সৈয়দ আনোয়ারুল হক। এ ছাড়া বিভিন্ন অনুষদের ডিন, বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, ক্যারিয়ার গাইডেন্স, কাউন্সেলিং এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপপরিচালক, প্রক্টর এবং পরীক্ষা নিয়ন্ত্রক তাদের বক্তব্যে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ তথ্য ও দিকনির্দেশনা প্রদান করেন।

নবীনবরণ অনুষ্ঠানের শেষ অংশে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অনুষ্ঠানের সুন্দর সমাপ্তি ঘটায়। নবাগত শিক্ষার্থীদের জন্য এটি একটি স্মরণীয় দিন হয়ে ওঠে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence