মানারাত কলেজে বর্নাঢ্য আয়োজনে শেষ হলো আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট

মানারাত কলেজে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দল
মানারাত কলেজে আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দল  © সৌজন্যে প্রাপ্ত

মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী আন্তঃস্কুল এমডিআইসি কাপ-২৪ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকাল পাঁচটায় ফাইনাল খেলার মাধ্যমে এমডিআইসি কাপ-২৪ এর পর্দা নামে।

এর আগে গত ৯ জানুয়ারি আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এস এম মাহবুব-উল-আলম।

তিন ক্যাটাগোরির এই টুর্নামেন্টে রাজধানীর ১৮টি ইংরেজি মাধ্যম স্কুলকলেজ অংশগ্রহণ করে। প্রতিযোগিতার শেষ দিনে জুনিয়র গ্রুপের (অনূর্ধ্ব ১৪) এর ফাইনাল খেলা মানারাত স্কুল ফুটবল দল বনাম আই এইচ এস বি উত্তরা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় এইচ এস বি উত্তরা ফুটবল দল ২-১ গোলে বিজয় লাভ করে।

এছাড়া অনূর্ধ্ব ১৭’র ফাইনাল খেলায় শাহিন ইংলিশ মিডিয়াম স্কুল (সেমস) ফুটবল দল বনাম মানারাত ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে মানারাত ফুটবল দল ৩-২ গোলে জয় লাভ করেন। অনূর্ধ্ব ১৯’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় গ্রিনডেল বনাম হার্ডকোর মধ্যে। খেলায় হার্ডকো ১-০ গোলে জয়লাভ করে।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক গুলশান কর্পোরেট শাখার প্রধান এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ নূরুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এস. এম. মাহবুব-উল-আলম।

মোহাম্মাদ নূরুল হক অনুভূতি প্রকাশ করে জানান, মানারাত স্কুলের এই আয়োজনে অংশ নিয়ে আমি শৈশবে ফিরে গিয়েছিলাম। এটা এক ভিন্ন রকমের আয়োজন। যেটি মানারাত স্কুলকে অন্যদের চেয়ে আলাদা করে। ইসলামি ব্যাংক আপনাদের এই সুস্থ প্রতিযোগিতায় সঙ্গী যুক্ত হতে পেরে আনন্দ বোধ করছে। মানারাত স্কুল এগিয়ে যাক সেই প্রত্যাশায়।

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এস. এম. মাহবুব-উল-আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রতিযোগিতায় অংশ নেয়া প্রতিটি দল ট্রফি অর্জনের সক্ষমতা রাখে। তবে ভাগ্য কাউকে না কাউকে প্রথম স্থান এনে দেয়। অংশগ্রহণকারী প্রতিটি দলকে আমি অভিনন্দন জানাই। মানারাত স্কুলের এই আয়োজনের লক্ষ্য হলো সুস্থ বিনোদন চর্চায় শিক্ষার্থীদের যুক্ত করা। 

তিনি আরো বলেন, ফাইনালে প্রতিটি দল অত্যন্ত চমৎকার দক্ষতার পরিচয় দিয়েছে। বেশিরভাগ খেলার ফলাফল নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। এটাই প্রমাণ করে প্রতিটি দল প্রায় সমান দক্ষতা নিয়ে মাঠে এসেছে। আগামী দিনে মানারাত স্কুল আরো বড় পরিসরে এবং গোছালো আয়োজন করবে। টুর্নামেন্টের সাথে যুক্ত সকলকে কৃতজ্ঞতা জানাই।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালক শাখার কোঅর্ডিনেটর আব্দুল হামিদ খান, ক্রীড়া শিক্ষক বোরহান উদ্দিন, মো শফিকুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ