এবার বেসরকারি আরেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:১৬ PM , আপডেট: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ PM
চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পর বরিশালের বেসরকারি গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান পদত্যাগ করেছেন। আজ রবিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার একেএম এনায়েত হোসেন। কী কারণে পদত্যাগ করেছেন তা পত্রে উল্লেখ করেনি উপাচার্য অধ্যাপক ড. আনিসুজ্জামান বলে জানান তিনি।
তিনি বলেন, উপাচার্য আজকে একটি পদত্যাগ পত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে কোন কারণ উল্লেখ করেননি তিনি। উপাচার্য দীর্ঘদিন ধরে অসুস্থ বলে জানান রেজিস্ট্রার এনায়েত।
জানা যায়, আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি ২০১৯ সাল থেকে গ্লোবাল ইউনিভার্সিটির দায়িত্ব পালন করছিলেন।
এর আগে গত ৬ ডিসেম্বর চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেন পদত্যাগ করেছেন। এছাড়া আরও পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য ও ট্রেজারার।