নর্থ সাউথে কৃতিত্বপূর্ণ ফল, সমাবর্তনে স্বর্ণপদক পেলেন ২০ শিক্ষার্থী

  © টিডিসি ফটো

দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৫তম সমাবর্তন অনুষ্ঠানে ৮ হাজার ১৯ জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ডিগ্রি প্রদান করা হয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) দেশের সকল বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পক্ষে সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা ও সমাবর্তনের সভাপতি অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ২০ জন মেধাবী শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক ও ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক প্রদান করেন।

স্বর্ণপদক প্রাপ্তদের মধ্যে ২০২২ এবং ২০২৩ সালের স্নাতক ব্যাচের ভ্যালেডিক্টোরিয়ানদ্বয় তাদের অনুভূতি ব্যক্ত করেন। পরে শিক্ষা উপদেষ্টা অনুমোদনক্রমে উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী সমাবর্তন কার্যক্রম শুরু করেন। 

স্নাতক ও স্নাতকোত্তরে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ স্বর্ণপদক পাওয়া ২০ শিক্ষার্থীর মধ্যে রয়েছে এনএসইউ'র স্কুল অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের একই প্রোগ্রাম থেকে ভ্যালেডিক্টোরিয়ান কাজী মোসাদ্দেকুর (২০২২), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর অফ সায়েন্স এবং আলিফ এলহাম খান (২০২৩)।

এছাড়াও স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্স থেকে ফাহিম আহমেদ (২০২২) এবং নামিরাহ আহমেদ বুশরা (২০২৩) মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামে অসাধারণ পারফরম্যান্সের জন্য চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছেন।

উপাচার্যের স্বর্ণপদক বিজয়ীদের তালিকায় একাধিক শাখায় বেশ কয়েকজন ব্যতিক্রমী স্নাতককে স্বীকৃতি দেওয়া হয়েছে। ২০২২ সালের জন্য, স্নাতক সম্মাননাপ্রাপ্তদের মধ্যে মাহির ফয়সাল (ইংরেজিতে ব্যাচেলর অফ আর্টস), আদিবা নওয়াজ (অর্থনীতিতে স্নাতক বিজ্ঞান), আফসানা বিনতে রাকিব (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতক বিজ্ঞান) এবং সামরিন নাওয়ার (বায়োকেমিস্ট্রি এবং বায়োটেকনোলজিতে স্নাতক বিজ্ঞান) অন্তর্ভুক্ত ছিলেন।

স্নাতক পর্যায়ে ২০২২ সালের পদকপ্রাপ্তরা হলেন--মোহাম্মদ তানভীর ইসলাম (মাস্টার অব আর্টস ইন ইংলিশ), রোজানা তাবাসসুম (মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন), মাজহারুল ইসলাম (মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) এবং শ্রেষ্ঠ চৌধুরী (মাস্টার অব পাবলিক হেলথ)।

২০২৩ সালের স্নাতক উপাচার্য স্বর্ণপদক বিজয়ীরা হলেন শাহাজাদী শারমিন (ইংরেজিতে ব্যাচেলর অব আর্টস), সাফরিনা কামাল (অর্থনীতিতে স্নাতক), সানজানা রহমান নিঝু (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক) এবং জাওয়াতা আফনান শারারা (বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজিতে স্নাতক)।

স্নাতক পর্যায়ে স্রেজন দত্ত (মাস্টার অব আর্টস ইন ইংলিশ), সুরঞ্জিত দাস (মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন), সৌফিয়া নেলি রোশনি (মাস্টার অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং) এবং মিঠুন কুমার বিশ্বাস (মাস্টার অব সায়েন্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট) এ সাফল্য অর্জন করেছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence