স্টেট ইউনিভার্সিটিতে শুরু হচ্ছে বিজনেস কার্নিভাল-২০২৪

স্টেট ইউনিভার্সিটি বিজনেস কার্নিভাল-২০২৪
স্টেট ইউনিভার্সিটি বিজনেস কার্নিভাল-২০২৪  © সৌজন্যে প্রাপ্ত

প্রতি বছরের মতো এবারেও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে‘ বিজনেস কার্নিভাল-২০২৪’। আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে তিন দিনব্যাপী  এ আয়োজন অনুষ্ঠিত হবে।

শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়িক উদ্ভাবন, সহযোগিতা এবং সৃজনশীলতার প্রচারে শুরু হয়ে আয়োজনটি চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

আয়োজকরা জানান, একটি দুর্দান্ত ব্যবসায়িক পরিকল্পনা প্রতিযোগিতার মাধ্যমে প্রথম দিন শুরু হবে। যা শিক্ষার্থীদের তাদের সৃজনশীল ধারণাগুলি প্রদর্শনের সুযোগ দেবে। এছাড়াও, অংশগ্রহণকারীরা বিজ ব্রিলিয়ান্স-বিজনেস কেস প্রতিযোগিতায় প্রবেশ করতে পারে, যা তাদের কৌশলগতভাবে চিন্তা করার এবং সমস্যার সমাধান করার ক্ষমতাকে মূল্যায়ন করবে। পাশাপাশি স্টল প্রদর্শনীতে শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগও থাকবে যা তারা অন্যদের সামনে তুলে ধরবে। 

এছাড়াও, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, পোলার আইসক্রিম এবং ক্রিয়েটিভ লিঙ্ক এডুকেশন অংশগ্রহণকারীদের উত্সাহিত করতে এ আয়োজনে অংশগ্রহণ করবে।

বিজনেস কার্নিভাল-২০২৪ এর দ্বিতীয় দিনে বিজনেস টক আয়োজন করা হয়েছে, যেখানে বিশিষ্ট অতিথিরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। 

বিজনেস টকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেঘনা ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড এইচআর স্ট্র্যাটেজি মো. জাহাঙ্গীর আলম এবং এম রশিদ জামান অ্যান্ড কোম্পানির এসিএ, এফসিসিএ, পরিচালক তানভীরুল ইসলাম।

এছাড়া তৃতীয় দিন গ্র্যান্ড ফিনালের অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। 

পুরস্কার বিতরণী শেষে মনোজ্ঞ সাংস্কৃকিত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ মাতাবে বাগধারা ব্যান্ডের সদস্যরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence