সাফ জয়ী তিন নারী ফুটবলারকে চবিতে সংবর্ধনা

২৮ নভেম্বর ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
ফুটবলারদের সংবর্ধনা

ফুটবলারদের সংবর্ধনা © টিডিসি ফটো

সাফ জয়ী তিন নারী ফুটবলারদের সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুম্ম শিক্ষার্থী পরিবার। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর)  বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্ত সাফজয়ী ফুটবলাররা হলেন, ঋতুপর্ণা চাকমা, রুপনা চাকমা ও মনিকা চাকমা। 

বেলা ৩টায় গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে তিন কৃতী ফুটবলারকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ধন কিশোর ত্রিপুরার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আশফাক হোসাইন এবং চবির ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা। 

প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন বলেন, “আমাদের কন্যাদের এই অবদান দেশের জন্য কূটনৈতিক অর্জন বলে আমি মনে করি। এই স্বর্ণকন্যারা শুধু নিজেরাই জয়ী হয়নি, তারা আমাদের দেশকে জয়ী করেছে। তারা দেশকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিয়েছে। জুম্ম শিক্ষার্থী পরিবার তাদের এই বিশ্ববিদ্যালয়ে আনতে পেরে অন্যতম সাহসের পরিচয় দিয়েছে”।

অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে মনিকা চাকমা বলেন, “আমরা খুবই আনন্দিত ও গর্বিত। বিশ্ববিদ্যালয়ে এসে সংবর্ধনা নিতে পারছি, এটাও আমাদের জন্য সৌভাগ্য। আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, সামনে যেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি”।

ঋতুপর্ণা চাকমা বলেন, “আপনারা আমাদের এভাবে ভালোবেসে, সমর্থন দিয়ে পাশে থাকবেন। যেন আমরা ভবিষ্যতে এর থেকে বড় বড় বিজয় আপনাদের এবং বাংলাদেশকে উপহার দিতে পারি। শুধু দক্ষিণ এশিয়া নয়, এশিয়া এবং ইউরোপের মধ্যেও যেন আমরা বড় টিম হিসেবে দাঁড়াতে পারি”।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রোনাল চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রাম শিক্ষা, অর্থনীতি নানা দিক থেকে পিছিয়ে পড়া। আমরা যদি পর্যাপ্ত সুযোগ পাই, আমরা যদি বিকাশের উপযুক্ত পরিবেশ পাই তাহলে আমাদের পাহাড়ে, সমতলে সারা দেশে হাজারো রুপনা, ঋতুপর্ণা, মনিকাদের মতো তারকা তৈরি হবে”।

‘জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পথ অনুসরণ করে বিএনপি দেশকে এ…
  • ২০ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ফ্রি ডেন্টাল চেকআপ 
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দেকসুর দাবিতে মানিকগঞ্জে…
  • ২০ জানুয়ারি ২০২৬
‘বিএনপির বলা ভুয়া ডাক্তার’ খালিদুজ্জামানের পক্ষে রোগীর আবেগ…
  • ২০ জানুয়ারি ২০২৬
আগামী ১ জুলাই পুরো মাত্রায় কার্যকর হবে নবম পে স্কেল
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজশাহী কলেজকে নোটিশ না দিয়েই আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিত…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9