ইউল্যাব ফেয়ার প্লে কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ফেয়ার প্লে কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ১৪তম আসরের পর্দা উঠেছে। সেমবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মাঠে শুরু হয় ইউল্যাব ফেয়ার প্লে কাপ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ ফেব্রুয়ারি শুরু হওয়া এ টুর্নামেন্ট চলবে আগামী ৫ মার্চ পর্যন্ত। প্রথম ম্যাচে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপক্ষে ১২৬ রানে জয় পেয়েছে ইউল্যাব।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, বিশেষ অতিথি ছিলেন ইনপেস ম্যানাজমেন্টের চেয়ারম্যান মো. কামরুল আহসান এবং ব্যবস্থাপনা পরিচালক মো. রাহাত খান।

অনুষ্ঠানে আরও ছিলেন– ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, উপ-উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, ট্রেসারার ড. মিলান কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. ফয়জুল ইসলাম, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান অধ্যাপক ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সিনিয়র ম্যানেজার মুহাম্মাদ তৌফিক আজিজ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence