শিক্ষকতায় দেড় যুগ পার, মামুন উর রশীদকে মানারাতের ভিসির শুভেচ্ছা

১৬ জানুয়ারি ২০২৪, ১০:৪০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
মামুন উর রশীদকে ফুল দিয়ে অভিনন্দন

মামুন উর রশীদকে ফুল দিয়ে অভিনন্দন © সংগৃহীত

শিক্ষকতা পেশায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দেড় যুগের বেশি সময় ধরে কর্মরত থাকায় ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন উর রশীদকে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসে উপাচার্যের কার্যালয়ে এ অভিনন্দন জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন উর রশীদকে অভিনন্দন জানানোর পাশাপাশি তার উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন। 

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী মুখ সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন উর রশীদ মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত থাকার পাশাপাশি এই বিভাগের গুলশান ক্যাম্পাসের বিবিএ ও এমবিএ প্রোগ্রামের সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। 

ছাত্র অবস্থায় তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের বিবিএ ও এমবিএতে ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার পাশাপাশি বিবিএ প্রোগ্রামের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক ও এমবিএ প্রোগ্রামের জন্য চ্যান্সেলরস স্বর্ণ পদকে ভূষিত হন।

গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬
মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত
  • ২৬ জানুয়ারি ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নির্বাহী কমিটির সদস্য বহ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
গবেষণার পাশাপাশি কারুকার্যেও সৃজনশীলতার ছাপ রেখে চলেছে শিক্…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতার বক্তব্যের প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও ঢাবি প…
  • ২৫ জানুয়ারি ২০২৬