গণ বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ

গণ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান
গণ বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান  © সংগৃহীত

সাভারে অবস্থিত গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জানুয়ারি-২৪ সেশনের তিনটি বিভাগ ও একটি অনুষদের নতুন শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪জানুয়ারি) সকালে আইন, বাংলা এবং ফলিত গণিত বিভাগের ও ভেটেরিনারি অনুষদের নবীন শিক্ষার্থীদের নিয়ে এ আয়োজন করা হয়।

নবীনবরণ অনুষ্ঠানে বাংলা বিভাগের নতুন শিক্ষার্থী সাবিকুন নাহার আফরিন বলেন, সাহিত্যপ্রীতি থেকেই বাংলা বিভাগে আসা। গণ বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে এখানে আবদ্ধ করেছে। ভবিষ্যতে শিক্ষক হওয়ার অদম্য ইচ্ছে বাংলা ভাষা চর্চায় আমাকে আগ্রহী করে তুলেছে।

বাংলা বিভাগের ৩২ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়টির অ্যাকাডেমিক ভবনের ৩২১ নং কক্ষে। বিভাগটি ২০০৮ সালে যাত্রা শুরু করে। বর্তমানে এ বিভাগটিতে দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। ভেটেরিনারি অনুষদের ১৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে অ্যাকাডেমিক ভবনের ২০৪ নং কক্ষে। অনুষদটি ২০১৬ সালে তাদের যাত্রা শুরু করে। বর্তমানে ৪০০ শতাধিক শিক্ষার্থী এখানে অধ্যায়নরত রয়েছে।

আইন বিভাগের ৩০তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কক্ষে। বিভাগটির যাত্রা শুরু হয় ২০০৯ সালে। এবং ফলিত গণিত বিভাগটির ২৮ তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয় অ্যাকাডেমিক ভবনের ৫১৪ নম্বর কক্ষে। বিভাগটি ২০১০ সালের দিকে তার যাত্রা শুরু করেছিল।

নবীন বরণ অনুষ্ঠানে  উপস্থিত হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দরা। এছাড়া অন্যান্য বিভাগ এবং অনুষদে নিজ নিজ ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গবিতে জানুয়ারি ও অক্টোবর ২ সেশনে শিক্ষার্থীদের ভর্তি ও পরীক্ষা সম্পন্ন হয়। বছরে ২ সেমিস্টার কার্যক্রমের ধারাবাহিকতায় বজায় রেখে পাঠদান করানো হয়।


সর্বশেষ সংবাদ