গবিতে আন্দোলনের মুখে ‘জরিমানা সংকট’ সমাধানে কমিটি গঠন প্রশাসনের

প্রশাসনিক ভবনের সামনে ২য় দিনের মত আন্দোলন করছে শিক্ষার্থীরা
প্রশাসনিক ভবনের সামনে ২য় দিনের মত আন্দোলন করছে শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

জরিমানা বাতিলসহ বিভিন্ন দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জরিমানা মওকুফে গঠিত হয়েছে কমিটি ও ৩১ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এপ্রিল ২০২৪ সেশনের সেমিস্টার ফি জমার শেষ তারিখ। 

রবিবার (৩১ ডিসেম্বর) সকালে সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে ২য় দিনের মত অবস্থান কর্মসূচি পালন করলে এক জরুরি আলোচনা সভার প্রেক্ষিতে দুপুরে এমন সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রেক্ষিতে শিক্ষার্থীরা আশ্বস্ত হয়ে আন্দোলন স্থগিত করেন। 

জরিমানা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন বলেন, 'গত সেমিস্টারে যারা সম্পূর্ণ টাকা পরিশোধ করেছিল কিন্তু তারপরও জরিমানা হয়েছে তাদের মওকুফ করা হবে। গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই শিক্ষার্থীবান্ধব। এবারেও আশাকরি সকল বিষয়ে তাদের পক্ষেই সিদ্ধান্ত আসবে।' জরিমানা বিষয়ক সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করা হয়েছে তারা আগামী বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলেও আশ্বাস দেন তিনি।

উপাচার্য আরও জানান, 'সেমিস্টার ফি বা অন্যান্য ফি জমা সহ ওয়েভারের বিষয়ে যে হিসাব শাখায় অব্যবস্থাপনা আছে আমরা তার সমাধানের লক্ষ্যে দ্রুত ব্যবস্থা নিব। পাশাপাশি গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের শিক্ষার্থীরা চিকিৎসা করাতে গিয়ে স্বাস্থ্য-বিমা নিয়ে বিড়ম্বনার শিকার হয় আসছে তার সুষ্ঠু সমাধানের জন্য কাজ করবো শিঘ্রই।'

পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী রিয়াদ হোসেন রিকু বলেন, 'এমন হঠাৎ জরিমানা করার সিদ্ধান্তের প্রতিবাদে আমরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে ছিলাম থাকবো। সামনে এর সমাধান না হলে পুনরায় আবার আন্দোলনের ডাক দেয়া হবে। তবে আশাকরি প্রশাসনের সুনজর থাকবে শিক্ষার্থীদের প্রতি।'

আন্দোলনে অংশ নেয়া সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের আরেক শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, 'আমরা চাই জরিমানার অংকটা কমিয়ে আনতে ও প্রতি সেমিস্টারে দুইবার করে যেন নির্দিষ্ট সময় দেয়া হয় টাকা পরিশোধের যাতে আমরা ভোগান্তির শিকার না হই।'

উল্লেখ্য, গত অক্টোবর সেশনের সেমিস্টার ফি নির্ধারিত ১৪ আগস্টের পর পরিশোধ করায় অধিকাংশ শিক্ষার্থীর ৫০০০ টাকা জরিমানা ধরা হয় এবং পরে অনেকের চলতি সেমিস্টারের জমাকৃত ফি থেকে জরিমানার টাকা কর্তন করা হয়। এছাড়া মেধাবী শিক্ষার্থীদের ওয়েভার নিয়ে বিড়ম্বনা ও স্বাস্থ্য বীমার টাকা নিলেও তা কার্যকর নয় বলে দাবি করে কয়েক দফায় প্রশাসন বরাবর স্মারকলিপি জমা দিলেও সমাধান না হলে আন্দোলনে নেমেছিল গত ৩০ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকশত শিক্ষার্থী।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence