১২ শিক্ষার্থী পেলেন ‘ভাইস-চ্যান্সেলর’স অনার-২০২২ © টিডিসি ফটো
উত্তরা ইউনিভার্সিটির ১২ শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলর’স অনার-২০২২ দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের সেমিনার হলে ২০২২ সালের সেমিস্টারের ফলাফলে সর্বোচ্চ জিপিএ ও নম্বর অর্জনকারী এসব শিক্ষার্থীকে এই পুরস্কার দেওয়া হয়।
বিভিন্ন বিভাগ থেকে ‘ভাইস-চ্যান্সেলর’স অনার-২০২২ যারা পেয়েছেন- সাবিহা আক্তার (বি.এ অনার্স বাংলা), মাহমুদা আক্তার (বি.এ অনার্স ইংলিশ), শিহাব সরকার শাহরিয়ার (বিবিএ), প্রিয়াঙ্কা রানী দাস (এল.এল.বি অনার্স), ফয়সাল হাসান (বিএসসি ইন সিএসই), মোহাম্মদ ইউসুফ মিয়া (বিএসসি অনার্স ইন ম্যাথ), নুরুল আমিন (বিএসসি ইন ইইই), আসিফ আহমেদ (বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং-ইভিনিং), তানিয়া হাজেরা চৌধুরী (বিএসসি ইন এফডিটি), মো. নুরে আলম নয়ন (বিএড, অনার্স), মো. মাহমুদ রোমান সাগর(বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-ইভিনিং) ও সাইয়েদা মাহফুজা সুলতানা (ইসলামিক স্টাডিজ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়াসমীন আরা লেখা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অ্যাডিশনাল রেজিস্ট্রার, সকল ডিন, সকল চেয়ারম্যান, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (অর্থ ও হিসাব)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্টার ড. প্রণবানন্দ চক্রবর্ত্তী।