জাফরুল্লাহ চৌধুরীকে হারানোর বছর গবির, ছিল সাফল্য-অর্জনও

জাফরুল্লাহ চৌধুরীকে হারানোর বছর গণ বিশ্ববিদ্যালয়ের
জাফরুল্লাহ চৌধুরীকে হারানোর বছর গণ বিশ্ববিদ্যালয়ের  © টিডিসি ফটো

সংকট, সম্ভাবনা, সমৃদ্ধি ও অস্থিরতার বছর ২০২৩। সাভারের গণ বিশ্ববিদ্যালয়ও যেন তারই প্রতিচ্ছবি। প্রত্যাশা-প্রাপ্তির হিসেব-নিকেশের মারপ্যাঁচে কখনো অস্থির, কখনো নীরব কখনো আবার সম্ভাবনার দোলাচলে কেটেছে বছর। তবে, সবচেয়ে বড় ধাক্কা ছিল এ বছরেই ডা. জাফরুল্লাহ চৌধুরীকে হারিয়েছে বিশ্ববিদ্যালয়টি। অর্জন ও প্রাপ্তিও কম ছিল না বছরজুড়ে।

জমকালো পিঠা উৎসব
বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ পিঠা। শীত আসলেই চলে পিঠা খাওয়ার ধুম। তাইতো বছর শুরুর মাস জানুয়ারির ১৩ তারিখে গণ বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে চতুর্থ বারের মতো আয়োজিত হয় জমকালো পিঠা উৎসব। এতে ২৬টি স্টলের মাধ্যমে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এর মধ্যে শ্রেষ্ঠ স্টলের তকমা অর্জন করে বাংলা বিভাগের স্টলটি।

গবিসাসের ১০ম বর্ষপূর্তি
বাংলাদেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। ক্যাম্পাসের পুরানো ও আলোচিত এ সংগঠনটির ১০ বছর পূর্ণ হয় ১০ ফেব্রুয়ারি। এ উপলক্ষ্যে সংগঠনটির পক্ষ থেকে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন প্রজন্মের পরিচিত ও বিদ্রোহী ব্যান্ড তাবিবের সঙ্গে গালিবয় খ্যাত রানার পারফর্ম এবং তৃতীয় লিঙ্গের নিরাপত্তারক্ষীদের সাংস্কৃতিক পরিবেশনা জাগিয়ে তুলে পুরো ক্যাম্পাস।

ক্যান্টিন সংকট
ভাষার মাস শেষ হওয়ার ঠিক একদিন আগেই ক্যাম্পাসে দানা বাঁধে স্বাস্থ্যকর ও সুলভমূল্যে খাদ্য সরবরাহের আন্দোলন। বিশ্ববিদ্যালয় যাত্রার ২৫ বছরেও মানসম্মত ক্যান্টিন না থাকায় ৯ দফা দাবি নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলেন শিক্ষার্থীরা। পরবর্তীতে দফায় দফায় আন্দোলন হলেও এখনও সুরহা হয়নি এই সমস্যার। এ নিয়ে নিউজ প্রচার ও গুজবের শিকার হয়ে প্রশাসনের হুমকি ও হয়রানির মুখোমুখিও হয় সাংবাদিকরা।

পরীক্ষা পেছানোর আন্দোলন
প্রতিরোধের মাস মার্চ। বছরটিতে গবিতেও যেন ছিল উত্তাল মার্চ। শুরুতে মার্চের ৬ তারিখ একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৬ মাস মেয়াদি সেমিস্টার পূর্ণ না হওয়ার পরেও প্রশাসনের পরীক্ষার সিদ্ধান্ত এবং রমজান মাসে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের অস্বীকৃতি থেকে শুরু হয় ক্লাস বর্জন। ধীরে ধীরে আন্দোলন জোরালো হতে থাকে। মূল ফটক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করার এক পর্যায়ে জরুরি সভায় দাবি মেনে নিয়ে পরীক্ষা পেছাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। 

যাত্রী হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ
অনিয়ন্ত্রিত ভাড়া ও সব রুটে সিএনজি ও অটো চালকদের যেতে অসম্মতির প্রতিবাদে মূল ফটকে অটোরিকশা আটকে দুই দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থী। এসময় তারা ন্যায্য ভাড়া আদায়ের একটি চার্টও তৈরী করে দেন। পরে, তাদের আন্দোলনের প্রেক্ষিতে স্থানীয় চেয়ারম্যান ওই চার্ট অনুযায়ী ভাড়া পুনঃনির্ধারণ করেন। দাবি মেনে নেন ওই রুটে যান চলাচলকারী চালকরাও।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর লোকান্তরপ্রাপ্তি
গণস্বাস্থ্য কেন্দ্র ও গণ বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান ১১ এপ্রিল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো ক্যাম্পাসে। স্তব্ধ হয়ে পড়ে গোটা দেশ। আদর্শের তালিকায় অন্যতম নাম এবং নীতির প্রশ্নে আপোষহীন, মুক্তিযুদ্ধের লড়াকু সৈনিক অনেক কিছু চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন তিনি।

তার স্বপ্নের অনেক কাজ অসমাপ্ত থেকে গেলেও সে কাজ পূরণ করতে একতাবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র। তাকে স্বাস্থ্যহিরো হিসেবে উল্লেখ করা হয়। কেননা তিনি গণস্বাস্থ্য কেন্দ্র নামক স্বাস্থ্য বিষয়ক এনজিওর অন্যতম প্রতিষ্ঠাতা। ১৯৮২ সালে প্রবর্তিত বাংলাদেশের ‘জাতীয় ঔষধ নীতি’ প্রণয়নকারী। মুক্তিযুদ্ধে তার তৈরি ফিল্ড হাসপাতাল রণাঙ্গনের অনেক সৈনিককে জীবনদান ও পুনর্বাসনে সহায়তা করেছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের সূচনা ভবন সংলগ্ন গণসাস্থ্যের সাবেক কর্মী শহীদ নিজাম ও শহীদ তাহেরের কবরের পাশে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দাফন করা হয়।

উপাচার্য নিয়োগ 
শোকের মধ্যেই আনন্দের দিশারি। শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ও আন্দোলনের ফসল বৈধ উপাচার্য নিয়োগ পায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর দিনেই। এ যেন একদিনে উজ্জ্বল আলো অন্যদিকে অন্ধকার। তবে, যা উজ্জ্বল হিসেবে ধরে নিয়েছিল শিক্ষার্থীরা তার উজ্জ্বলতা এখনো দেখতে পারেনি প্রায় ১ সহস্রাধিক আশাবাদী। আশ্বাসেই আটকে গেছে কালো গাউন আর মূল সার্টিফিকেট অর্জনের পথ। সমাবর্তনের ১০ বছর ধরে অপেক্ষাকৃত শিক্ষার্থীদের সমাবর্তনের চাওয়া অধরাই আছে এখনো।

বিদেশে ইন্টার্নশিপে শিক্ষার্থীরা 
শোকের মাসের শেষ দিকেই ঘটে এক চমকপ্রদ ঘটনা। গণ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো  ইন্টার্নশিপের জন্য নেপাল যাত্রা করেন ভেটেরিনারি এন্ড আ্যনিমেল সাইন্সেস অনুষদের ৫ম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা। ২৯ এপ্রিল নেপালের খ্যাতনামা ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনের ইন্টার্নির উদ্দেশ্যে যাত্রা করেন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষার্থী।

ফেসবুক পেজ হ্যাকড
মে মাসের ৬ তারিখে ঘটে অপ্রীতিকর এক ঘটনা। হ্যাকিংয়ের শিকার হয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ। ওই পেজ থেকে ছড়িয়ে পড়ে বিভিন্ন অশ্লীল পোস্ট-ভিডিও। দায়িত্বপ্রাপ্ত অ্যাডমিনরা একাধিকবার চেষ্টা করেও পেজের নিয়ন্ত্রণ নিতে পারেননি। পরবর্তীতে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপর সাইবার সিকিউরিটি বিভাগ এবং ফেসবুককে বিষয়টি জানানো হয়। এক পর্যায়ে পেজটি এড়িয়ে চলতে অনুরোধ করে কর্তৃপক্ষ।  

পরিবেশ রক্ষায় ডাস্টবিন স্থাপন
শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ গ্রহণ করে প্রশাসন। পরবর্তীতে ৭ জুন ২০টির মতো পরিবেশবান্ধব ডাস্টবিন স্থাপনের চিত্র দেখা যায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে।

কৃষি অনুষদের অনুমোদন 
বিশ্ববিদ্যালয়ের অন্যতম এক প্রাপ্তির নাম নতুন অনুষদের সংযোজন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে নতুন আরো একটি অনুষদ হিসবে ১৫ জুন কৃষি অনুষদ চালুর অনুমোদন পায়  বিশ্ববিদ্যালয়। বছরের জুলাই সেশনে সর্বোচ্চ ৩৫ জন শিক্ষার্থী ভর্তির শর্তসাপেক্ষে এই অনুমোদন পায় কর্তৃপক্ষ। যা বিশ্ববিদ্যালয়কে আরও সমৃদ্ধ করেছে।

তথ্য-প্রযুক্তি ও কৃষি খাতে উদ্ভাবনী প্রজেক্ট
আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান উন্নতির সাথে তাল মিলিয়ে চমক দেখায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। ১৭ জুলাই ২৮তম ব্যাচের স্নাতক শ্রেণির ফাইনাল প্রজেক্ট  ডিফেন্সে তিনটি চমকপ্রদ উদ্ভাবনী প্রজেক্ট তৈরী করে তাক লাগিয়ে দেন তারা। তাদের উদ্ভাবনগুলো হলো- কৃত্রিম বুদ্ধিমত্তায় রচিত লেখা শনাক্তকরণ অ্যাপ, ছাদ কৃষি বিষয়ক মোবাইল অ্যাপ ও বিনিয়োগ সহযোগী ওয়েবসাইট।

আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের শিরোপা
প্রতি বছরের মতো শেষের বছরেও গণ বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে আন্তঃবিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়নশিপে। জুলাই মাসে আয়োজিত ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ৩২ দলের লড়াইয়ে চ্যাম্পিয়ন হয় ৩২ একরের এই ক্যাম্পাস।

ইসরাইলি হামলার প্রতিবাদে বিক্ষোভ  
ফিলিস্তানের গাজায় ইসরাইলের হামলার প্রতিবাদ জানিয়ে অক্টোবর মাসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফিলিস্তানের সাধারণ মানুষের হত্যা নিপীড়নের দ্রুত বিচার চেয়ে তারা এ প্রতিবাদ মিছিল করেন।

শিক্ষার্থীদের জন্য পরিবহণ সেবা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে বাসের দাবি জানিয়ে আসছেন। অবশেষে যেন ২৫ বছরের দাবি পূরণের দিন এসে গেল। বিশ্ববিদ্যালয়ের গাড়ি বহরে যুক্ত হচ্ছে নতুন দুইটি বাস। পুরাতন বাস থেকে দুইটি বাস দেয়া হবে শিক্ষার্থীদের জন্য। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. আবুল হোসেন জানান, বাসের সুবিধা পেতে অবশ্যই বিভাগীয় প্রধান বরাবর বাস চাহিদা পত্রের ফরম পূরণ করে নিশ্চিত করতে হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence