হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 

২৬ জানুয়ারি ২০২৬, ০৬:১১ AM
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) স্নাতক ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ইতোমধ্যে সকল ধরনের পূর্বপ্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একইসাথে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি মনোমুগ্ধকর ও সহযোগিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও ক্লাব গুলোর নানামুখী উদ্যোগ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (হাবিপ্রবি দল), বিএনসিসি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্রশিবিরসহ বিশ্ববিদ্যালয়ে সক্রিয় প্রায় সকল ছাত্রসংগঠন।

সারা দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে জেলাভিত্তিক হেল্পডেস্ক, পাশাপাশি বিশ্রামের জন্য রয়েছে বসার ছাউনি ও প্রয়োজনীয় সেবাসমূহ।

এছাড়াও, দেশের দূরদূরান্ত থেকে আগত পরীক্ষার্থীদের থাকার সুবিধার্থে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানাবিধ স্বাস্থ্যসেবা ও প্রাথমিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হয়েছে।

চলতি বছর এ, বি, সি ও ডি ইউনিটে মোট ১ হাজার ৭৯৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে ৯৪ হাজার ৩৭৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

সবমিলিয়ে হাবিপ্রবি প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল, নিরাপদ ও শিক্ষার্থী-বান্ধব ভর্তি পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রস্তুত পুরো বিশ্ববিদ্যালয়।

সোমবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট বন্ধ
  • ২৬ জানুয়ারি ২০২৬
হাজারো স্বপ্নবাজের আগমনে বর্ণিল সাজে সজ্জিত হাবিপ্রবি 
  • ২৬ জানুয়ারি ২০২৬
আজ ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৬ জানুয়ারি ২০২৬
দেড় শতাধিক শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দিল কনকসাস
  • ২৬ জানুয়ারি ২০২৬
গননা শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহাড়া দিতে নেতাকর্মীদ…
  • ২৬ জানুয়ারি ২০২৬
যুবলীগের চার নেতা গ্রেপ্তার
  • ২৬ জানুয়ারি ২০২৬