সোনারগাঁও ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক শামীম আরা হাসান

অধ্যাপক শামীম আরা হাসান
অধ্যাপক শামীম আরা হাসান  © টিডিসি ফটো

সোনারগাঁও ইউনিভার্সিটিতে (এসইউ) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। অধ্যাপক শামীম আরা হাসানকে এই পদে নিয়োগ দিয়ে আজ বুধবার (২০ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক শামীম আরা হাসান এর আগে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য এবং তার আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি ও আচার্য অধ্যাপক শামীম আরা হাসানকে যোগদানের তারিখ হতে ৪ বছরের জন্য সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) উপাচার্য পদে নিয়োগ প্রদান করেন। এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব ড. মো. ফরহাদ হোসেন।

জানা যায়, অধ্যাপক শামীম আরা হাসান সোনারগাঁও ইউনিভার্সিটির জন্মলগ্ন থেকে ৮ বছর  স্থাপত্য বিভাগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। এই ধারাবাহিকতায় পরবর্তীতে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পূর্বে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence