বিইউবিটি’তে বাংলাদেশ বাণিজ্য শিক্ষা সমিতির বৃত্তি প্রদান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:১৪ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:২০ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) বাণিজ্য বিভাগের দরিদ্র শিক্ষার্থীদের জন্য “বাংলাদেশ বাণিজ্য শিক্ষা সমিতি” দুই লক্ষ এক হাজার টাকার বৃত্তির তহবিল প্রদান করে। গত ১৪ ডিসেম্বর আয়োজিত এক অনুষ্ঠানে বৃত্তির তহবিল প্রদান করা হয়।
তহবিল থেকে প্রাপ্ত মুনাফা বিইউবিটি'তে অধ্যয়নরত বাণিজ্য শিক্ষার অতি দরিদ্র ছাত্র-ছাত্রীদের মাঝে বছরে একবার বৃত্তি হিসেবে বণ্টন করা হবে।
অনুষ্ঠানে বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান বলেন, বাণিজ্য শিক্ষা প্রসারে সমিতির এই বৃত্তি গরীব ও মেধাবী শিক্ষার্থীদের একটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক মো. আবু সালেহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলী নূর সহ বিইউবিটি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি প্রফেসর লতিফুর রহমান, সহ-সভাপতি ও বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর মিয়া লুৎফর রহমান, মহাসচিব ও বিইউবিটি ট্রাস্টের সদস্য প্রফেসর মো. এনায়েত হোসেন মিয়া এবং প্রফেসর মো. মহিউদ্দিন।