ড্যাফোডিলে দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষ হামিদুল হক খান মুরাদ

কোষাধ্যক্ষ হামিদুল হক খান মুরাদ
কোষাধ্যক্ষ হামিদুল হক খান মুরাদ  © সংগৃহীত

হামিদুল হক খান মুরাদ বৃহস্পতিবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দ্বিতীয় মেয়াদে কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন। এর আগে ২০১৫ থেকে ২০২১৯ মেয়াদে তিনি প্রথমবার কোষাধ্যক্ষের দায়িত্ব  এবং ২০১৯ থেকে এ পদে যোগদানের পূর্বে তিনি পরিচালক (হিসাব ও অর্থ) হিসেবে দায়িত্ব পালন করেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যোগদান করার পূর্বে তিনি  বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে ত্রিশ বছর যাবৎ ব্যবস্থাপনা ও অর্থ প্রশাসন বিভাগে কর্মরত ছিলেন। হামিদুল হক খান মুরাদ ১৯৮৪ সালের ১ অক্টোবর তারিখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদান এর মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৯৬ সালে প্রাইম ব্যাংকে ওপারেটিং অফিসার হিসেবে যোগদান করেন এবং ১৯৯৯ সালে তিনি এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট পদে উন্নীত হন ।

২০০০ সালে তিনি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ধানমন্ডি শাখায় ম্যানেজার হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে মার্কেন্টাইল ব্যাংক থেকে ডাচ-বাংলা ব্যাংকে ম্যানেজার হিসেবে যোগদান করেন। ২০১৩ সালে তিনি  এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। 

হামিদুল হক খান মুরাদ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার কহেলী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৫৭ সালে জন্ম গ্রহন করেন । তিনি চট্রগ্রাম বিশ্ববিদ্যালের লোক প্রশাসন বিভাগ থেকে দ্বিতীয় শ্রেনীতে প্রথম স্থান নিয়ে স্নাতক (সম্মান)  ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক এবং তার স্ত্রী ইয়াসমিন চৌধুরী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার হিসেবে অবসর প্রহণ করেছেন।   তিনি দেশে-বিদেশের অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এর সাথে যুক্ত আছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence