রাজধানীর ফ্ল্যাটে মিলল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ
মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ  © প্রতীকী ছবি

রাজধানীর উত্তরার একটি ফ্ল্যাট থেকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাত ৮টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৪ নম্বর সড়কের ৯১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে রাহাদুল ইসলাম (২৩) নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত ওই ছাত্র উত্তরার বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির সপ্তম সেমিস্টারে অধ্যয়নরত ছিলেন। তিনি কুমিল্লার আরমান প্রামাণিকের ছেলে বলে জানা গেছে। 

ওই ভবনের বাসিন্দারা জানান, ফ্ল্যাট বাসাটিতে কয়েকজন ছাত্র এক সঙ্গে থাকতেন। ফ্ল্যাটের একটি রুম থেকে রাহাদুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা যায়নি। দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে ধারণা তাঁদের। 

উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, ফ্যানের সঙ্গে গামছা বেঁধে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওর্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার রহস্য জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।


সর্বশেষ সংবাদ