ইউআইইউতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা

১৭ আগস্ট ২০২৩, ০১:৩০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © টিডিসি ফটো

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইই) পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ আগস্ট) ইউআইই’র অডিটোরিয়ামে শোক দিবেসের অনুষ্ঠান আয়োজন করা হয়।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আবুল কাশেম মিয়া - এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন প্রফেসর ড. মোহাম্মদ মুসা, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোস্যাল সায়েন্সসের ডিন এবং বঙ্গবন্ধু স্টাডি সেন্টারের পরিচালক  প্রফেসর ড. হামিদুল হক, স্কুল অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ডিন প্রফেসর ড. হাসান সারোয়ার এবং ইনিষ্টিটিউট অব ন্যাচারাল সায়েন্সসের পরিচালক ও প্রক্টর প্রফেসর ড. আবু সাকলায়েন প্রমুখ।

ইউআইইউ উপাচার্য বলেন, ‘বঙ্গবন্ধুর জীবন আদর্শ থেকে শিক্ষা নিয়ে আমাদের সোনার বাংলা গড়তে এক সাথে কাজ করতে হবে।’

ইউআইইউ শিক্ষার্থীদের জন্য “বঙ্গবন্ধু, স্বাধীনতা এবং স্মার্ট বাংলাদেশ” বিষয়ে একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আত্মজীবন ও ঐতিহাসিক তাৎপর্যের প্রতি উৎসাহিত করেছে। উক্ত প্রতিযোগিতায় ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হয়। 

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন রেজিস্ট্রার ডাঃ মোঃ জুলফিকার রহমান এবং দোয়া মাহফিল পরিচালনা করেন জনসংযোগ অফিসের পরিচালক জনাব আবু সাদাত মোঃ মুস্তানসিরবিল্লাহ। 

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, শিক্ষক, কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬