সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা তালিকা তৈরি নিয়ে যা বললো ডিপিই
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ০৬:১২ PM , আপডেট: ২৬ ডিসেম্বর ২০২২, ০৬:১২ PM
দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন নিয়ে এক নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আজ সোমবার এক স্মারকে ডিপিই থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
স্মারকের নির্দেশনায় বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন একটি সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়। অনলাইন ব্যতিত অন্য কোন উপায় পদ্ধতিতে জ্যেষ্ঠতা তালিকা তৈরির কোন সুযোগ নাই। যদি কেউ অন্য কোন প্রক্রিয়ায় জ্যেষ্ঠতা তালিকা তৈরি করেন বা এ বিষয়ে সংশ্লিষ্টদের বিভ্রান্ত করেন তা বিধিসম্মত ও গ্রহণযোগ্য হবে না।
একইসঙ্গে যে কোন বিধি বর্হিভূত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ব্যক্তিগত ভাবে দায়ী থাকবেন বলে নির্দেশনায় বলা হয়। তাছাড়া নির্দেশনায় এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।