কর্মহীনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ সুলতান সালাউদ্দিন টুকুর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ মে ২০২০, ০৮:০৩ PM
করোনাভাইরাসের কারণে থমকে গেছে গোটা বিশ্ব। বাংলাদেশেও করোনার সংক্রমণ হয়েছে ৬৪ জেলাতেই। এ অবস্থায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ রয়েছেন চরম ভোগান্তিতে। তবে সরকারের পাশাপাশি তাদেরকে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (৭ মে) বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক টাংগাইলে কর্মহীন ও অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
জানা গেছে, জেলা সদরের অসহায় মানুষের মধ্যে যুবদলের সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে টাংগাইল জেলা ছাত্রদল এসব খাদ্যসামগ্রী বিতরণ করে।
টাংগাইল সদরের চারটি স্পটে প্রায় দুইজারা কর্মহীন মানুষের মাঝে এসব নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়।