লাঙলে বাটন টিপলেও কনফার্মেশন আসে না: মিলন

০১ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০০ PM

© সংগৃহীত

লাঙলে বাটন টিপলেও কনফার্মেশন আসছে না বলে অভিযোগ করে বলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী সাইফুদ্দিন আহমেদ মিলন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে লালবাগের আমলিগোলা হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি এ অভিযোগ করেন।

সাইফুদ্দিন আহমেদ মিলন বলেন, আমি সহজে ভোট দিলেও আমার অনেক ভোটার বলেছেন, তারা লাঙলে বাটন টিপলেও কনফার্মেশন আসছে না। এ কারণে অনেকেই ভোট দিতে পারেননি। আমার অনেক ভোটার ভোট দিতে গিয়ে ফিরে এসেছেন তাদের ফিঙার প্রিন্ট মিলছে না। জামিলা খাতুন স্কুলে লাঙলের ভোটারদের বাধা দেয়া হয়েছে। তারা ভোট দিতে পারেননি। এ ধরনের বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে বলে অভিযোগ পাচ্ছি। তারপরও আমি আশা করছি, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।'

তিনি আরও বলেন, ভোট দেয়ার সিস্টেম অনেক ভালো, সহজেই ভোট দিলাম। সময় যত গড়াচ্ছে ভোটার তত বাড়ছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এ পর্যন্ত যা দেখলাম নির্বাচনী পরিবেশ মোটামুটি ভালো আছে।’ তাছাড়া আরও কিছু সময় গেলে হয়তো বিস্তারিত বলতে পারব। আশা করছি, শেষ পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। ইভিএমের প্রতি মানুষের আগ্রহও বাড়বে।

নির্বাচনে বিচ্ছিন্ন অভিযোগের কথা তুলে ধরে সাইফুদ্দিন মিলন বলেন, 'বিভিন্ন কেন্দ্রে লাঙলের এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। আমার এজেন্টরা অভিযোগ করেছেন, তাদেরকে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। অনেক স্থানে আমাদের ভোটারদের দাঁড়াতে দেয়া হচ্ছে না। কিছু স্থানে আমাদের ভোটারদের ভোট দিতে দেয়া হয়নি।'

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
কারিগরি শিক্ষায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ড. …
  • ২৮ জানুয়ারি ২০২৬
স্বাধীনতাবিরোধী দল ধোঁকা দিয়ে ভোট নিয়ে উন্নয়নকে ব্যাহত করছ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্টে টানা দ্বিতীয়বার সেরা…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভাতা নয়, কর্মসংস্থানই যুবসমাজের প্রকৃত মুক্তি: ড. ব্যারিস্ট…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভয়ভীতি ও সন্ত্রাস দিয়ে দাড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না: প্র…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage