‘অনুমতি না পেলেও ঐক্যফ্রন্টের সমাবেশ হবে’

জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব
জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব  © ফাইল ফটো

জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। তবে অনুমতি না দেয়া হলেও সেটি করা হবে জানিয়েছেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব। সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দাবিতে পূর্বঘোষিত ঐক্যফ্রন্টের সমাবেশ মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে করার কথা রয়েছে।

আ স ম আব্দুর রব আরো জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঐক্যফ্রন্ট নেতাদের দেখা করার অনুমতি দেয়া হয়েছে। তবে, আইজি প্রিজন জানাবেন কবে কখন দেখা করতে পারবেন, বলেন রব।

বৈঠকে আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আ স ম আব্দুর রব। এসময় আরও উপস্থিত ছিলেন ড. রেজা কিবরিয়া, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক ড. নুরুল আলম ব্যাপারি, শহিদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে গত রোববার (১৩ অক্টোবর) বিকেলে শোকসভা শেষে প্রেসক্লাবের সামনে থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে র‌্যালি বের করেন ঐক্যফ্রন্ট নেতারা। এসময় পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় আবরার হত্যার দাবিতে জাতীয় ঐক্যফ্রন্টের শোক র‌্যালি। নেতা-কর্মীরা র‌্যালি নিয়ে কদম ফোয়ারার সামনে যেতেই তা আটকে দেয় পুলিশ।

র‌্যালিতে বাধা দেয়ার প্রতিবাদে আগীকাল ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক দেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব।


সর্বশেষ সংবাদ