রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পদ্মা নদী খনন ও পদ্মা ব্যারাজ নির্মাণ করবে বিএনপি: তারেক রহমান

২৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৪ PM
রাজশাহীতে জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

রাজশাহীতে জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান © টিডিসি ফটো

দীর্ঘ ২২ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ রাজশাহীর পুণ্যভূমিতে উপস্থিত হয়ে এক ঐতিহাসিক জনসভায় ভাষণ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২০০৪ সালের পর এই প্রথম বরেন্দ্র জনপদে তাঁর পদচারণাকে কেন্দ্র করে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অভূতপূর্ব গণজোয়ারের সৃষ্টি হয়। আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই বিশাল সমাবেশে উপস্থিত হয়ে তিনি দেশের রাজনীতি ও উন্নয়নের নতুন রূপরেখা তুলে ধরেন।

আজ (২৯ জানুয়ারি)বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে রাজশাহী পৌঁছানোর পর তারেক রহমান সরাসরি হযরত শাহ মখদুম (রহ.) দরগা শরিফে যান। সেখানে জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে তিনি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত জনসভায় যোগ দেন। গগণবিদারী স্লোগান আর লাখো মানুষের করতালির মধ্য দিয়ে তিনি যখন মঞ্চে উপস্থিত হন, তখন পুরো এলাকা এক জনসমুদ্রে পরিণত হয়।

বক্তব্যের শুরুতেই তিনি ২০০৪ সালের স্মৃতি চারণ করে আবেগাপ্লুত কণ্ঠে এই অঞ্চলের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, রাজশাহীর মানুষের অকৃত্রিম ভালোবাসা তিনি কখনো ভোলেননি এবং দীর্ঘ সময় পর এখানে ফিরে আসা তাঁর জন্য এক বিশেষ মুহূর্ত। রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন দেশের গণতন্ত্রের ভাগ্য নির্ধারণ করবে। একটি মহল এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো সতর্ক থাকার আহ্বান জানান।

রাজশাহী অঞ্চলের উন্নয়নে নিজের দূরদর্শী পরিকল্পনার কথা ঘোষণা করে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পদ্মা নদী খনন ও পদ্মা ব্যারাজ নির্মাণের মাধ্যমে কৃষি ও পরিবেশের আমূল পরিবর্তন আনা হবে। কৃষকদের দুর্ভোগ লাঘবে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ এবং আধুনিক হিমাগার ও কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে বেকারত্ব দূর করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এছাড়া স্বাস্থ্যসেবা উন্নত করতে রাজশাহীতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার সুস্পষ্ট অঙ্গীকারও করেন তিনি।

নির্বাচনী প্রচারণা চলাকালে কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। সভার শেষ পর্যায়ে তিনি রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ভোটারদের উদ্দেশ্যে বলেন, ১২ তারিখ পর্যন্ত আপনারা প্রার্থীদের দেখে রাখবেন, আর বিজয়ী হওয়ার পর প্রার্থীরা আপনাদের দেখভাল করবে। সমাবেশ শেষে তিনি সড়কপথে নওগাঁর উদ্দেশ্যে যাত্রা করেন, যেখানে সন্ধ্যায় আরেকটি বিশাল জনসভায় তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ বিরতির পর তারেক রহমানের এই সফর রাজশাহী বিভাগের রাজনৈতিক সমীকরণে এক নতুন প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করেছে।

হাদিকে নিয়ে কলেজের পরীক্ষায় প্রশ্ন 
  • ২৯ জানুয়ারি ২০২৬
র‌্যাবের বিশেষ অভিযানে ৯২ সীসার পিলেট ও ৩ এয়ারগান উদ্ধার
  • ২৯ জানুয়ারি ২০২৬
গণভোটের প্রচারণা নিয়ে সরকারি কর্মকর্তাদের নতুন নির্দেশনা দি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শিশির মনিরের নির্বাচনী প্রচারের গাড়িতে ভাঙচুর
  • ২৯ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের এডমিট কার্ড ডাউনলোড করতে না পারা শিক্ষার্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বাবরের ব্যর্থতার ম্যাচে ২৬৫০ দিন পর অস্ট্রেলিয়াকে হারাল পাক…
  • ২৯ জানুয়ারি ২০২৬