একদিনে ইসির ১ লাখ ৯১ হাজার অর্থদণ্ড আদায়, কোন আসনে কত?

২৯ জানুয়ারি ২০২৬, ০৬:১২ PM
ইসি লোগো

ইসি লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি আচরণ বিধি নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অভিযানে সারাদেশে একদিনে ১৪টি মামলায় ১ লাখ ৯১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। আজ বুধবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ নির্বাচন কমিশনের পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রাজশাহী বিভাগের বগুড়া জেলার একাধিক আসনে আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় অর্থদণ্ড আদায় করা হয়েছে। বগুড়া-১ আসনে ৫ হাজার টাকা, বগুড়া-৩ আসনে আচরণ বিধির ১৩(ক) ধারা লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই জেলার বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনেও বিভিন্ন ধারায় অর্থদণ্ড দেওয়া হয়েছে। বগুড়া-৬ আসনে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী দুজনকে জরিমানা করা হয়। এ সময় একাধিক নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করে ব্যানার ও আলোকসজ্জা অপসারণের নির্দেশনাও দেওয়া হয়।

খুলনা বিভাগের যশোর, মাগুরা, নড়াইল ও খুলনা জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন বিধি লঙ্ঘনের অভিযোগে অর্থদণ্ড আদায় করা হয়েছে। যশোরের মনিরামপুর উপজেলায় দুইটি মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নড়াইল ও খুলনায় পৃথক ঘটনায় ৩ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বরিশাল বিভাগের বরিশাল-১ আসনে এক হাজার টাকা এবং ফরিদপুর বিভাগের রাজবাড়ী-২ আসনে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৭(খ) ধারা লঙ্ঘনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-৫ আসনে যানবাহনে নির্বাচনি পোস্টার ও লিফলেট সাঁটানো এবং তোরণ নির্মাণের অভিযোগে একাধিক মামলায় মোট ৪৫ হাজার টাকাসহ বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ময়মনসিংহ বিভাগের টাঙ্গাইল, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার বিভিন্ন আসনেও আচরণ বিধি লঙ্ঘনের ঘটনায় ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ হাজার ৫০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া কুমিল্লা অঞ্চলের নোয়াখালীর একাধিক আসনে অনুমোদনহীন ব্যানার ব্যবহার এবং ব্যানারে প্রার্থী ব্যতীত অন্য ব্যক্তির ছবি ব্যবহারের অভিযোগে একাধিক মামলায় মোট কয়েক হাজার টাকা জরিমানা করা হয়।

সেই মুয়াজ্জিনের পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারণায় চাকরিচ্যুতি, সেই মুয়াজ্জি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ফেনীতে মাঠে নেমেছে ১৮ প্লাটুন বিজিবি
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা রেজাউল করিমকে পিটিয়ে হত্যার ভিডিও ভাইরাল
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিএনপি থেকে বহিষ্কার, খুশিতে মিষ্টি বিতরণ
  • ২৯ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহার ঘোষণা আগামীকাল
  • ২৯ জানুয়ারি ২০২৬