মানুষ ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের ভূত তাড়াবে— নারী জামায়াত কর্মীকে লাথির ঘটনায় দাঁড়িপাল্লা গানের শিল্পী

২৮ জানুয়ারি ২০২৬, ০৮:১৩ AM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৮:২০ AM
জামায়াত কর্মীকে লাথি মারার আগের দৃশ্য ও শিল্পী হাসান আল বান্না

জামায়াত কর্মীকে লাথি মারার আগের দৃশ্য ও শিল্পী হাসান আল বান্না © টিডিসি রিপোর্ট

সম্প্রতি জাতীয় সংসদীয় আসন টাঙ্গাইল-২ এর গোপালপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের নারী কর্মীদের ওপর হামলার এক পর্যায়ে একজনের পেটে লাথি মেরেছেন সূতি নয়াপাড়ার বিএনপি নেতা চান মিয়ার ছেলে সাইফুল ইসলাম বাবু। এ ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে। 

এরই মধ্যে, এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী প্রচারণামূলক থিম সং-এর গীতিকার ও যুক্তরাজ্য প্রবাসী হাসান আল বান্না। 

তিনি বলেছেন, আজ যে আমার পর্দানশীন মায়ের পেটে লাথি দিয়েছিস, তোর ঐ পায়ে পচন ধরবে দেখিস। সেই পচন বুক হয়ে মাথায় গিয়ে পৌঁছাবে। ক্ষমতা না পাইতেই এই অবস্থা? সারা দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তোদের ঘাড় থেকে ফ্যাসিস্টের ভূত তাড়াবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে তিনি এক পোস্টের মাধ্যমে তিনি এসব মন্তব্য করেন। 

ফেসবুক পোস্টে হাসান আল বান্না বলেন, ২০০১ সালের নির্বাচনের সময় আওয়ামীলীগের যে সন্ত্রাসী আমাদের ব্যবসা প্রতিষ্ঠান লুট করে, সে কিছুদিন পরেই অন্তর্কোন্দলে চোখে গুলি খেয়ে মারা যায়। মনে রাখো, মজলুমের সাথে আল্লাহর কোন পর্দা নেই। যারা দুনিয়ার আদালতে বিচার না নিয়ে আল্লাহকে জানায়, আল্লাহ কত ভয়ংকরভাবে প্রতিশোধ নিতে পারেন তার কোন আইডিয়াই নাই কারো।

তিনি বলেন, আজ যে আমার পর্দানশীন মায়ের পেটে লাথি দিয়েছিস, তোর ঐ পায়ে পচন ধরবে দেখিস। সেই পচন বুক হয়ে মাথায় গিয়ে পৌঁছাবে। ক্ষমতা না পাইতেই এই অবস্থা?

তিনি আরও বলেন, আমার প্রিয় ছোট্ট ভাই সোহানের কথা মনে আছে? যার হাত ভেঙে চোখ তুলে নিয়েছিল? জানিস তার খুনির কি অবস্থা? সেই সোহানের মা আসমানের দিকেই হাত তুলেছিল। আসমান থেকে ফয়সালা এসেছে, কোলকাতায় খুনির টুকরা টুকরা লাশ কুত্তাকে দিয়ে খাওয়াইয়েছে।সবশেষে হাসান আল বান্না বলেন, সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে তোদের ঘাড় থেকে ফ্যাসিস্টের ভূত তাড়াবে। দেশের জেলায় জেলায় মানুষ ক্রমান্বয়ে ফুসছে। এক তপ্ত আগ্নেয়গিরি উপর বসে আছিস। ১২ তারিখের আর বেশী বাকী নাই।

দুই কিডনিই বিকল, অনার্স পড়ুয়া সুমনের বাঁচার আকুতি
  • ২৮ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তির বিষয় পছন্দক্রম ফরম পূরণে ৫ নির্দেশনা
  • ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৮ জানুয়ারি ২০২৬
প্লেব্যাক সিঙ্গার হিসেবে আর গাইবেন না অরিজিৎ সিং
  • ২৮ জানুয়ারি ২০২৬
আগুনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দগ্ধ ৪
  • ২৮ জানুয়ারি ২০২৬
জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা, আহত অন্তত ১০
  • ২৮ জানুয়ারি ২০২৬