ভুক্তভোগী জামায়াত নেতার গলায় আঘাতের চিহ্ন, পাশের ছবিতে বিএনপির প্রার্থী হারুনুর রশীদ ও তার ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফি © সংগৃহীত ও সম্পাদিত
দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী মিছিলের কারণে গাড়ি নিয়ে অপেক্ষা করতে হওয়ায় জামায়াতের এক নেতার গলা টিপে শূন্যে তোলার ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের বিএনপি প্রার্থী হারুনুর রশীদের ছেলে রুবাইয়াত ইবনে হারুন রাফিকে তলব করেছে নির্বাচনী তদন্ত ও বিচারিক কমিটি। আগামী বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে কমিটির অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে তাকে। আজ সোমবার (২৭ জানুয়ারি) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও সিভিল জজ মো. মেহেদী হাসান স্বাক্ষরিত চিঠিতে এসব কথা বলা হয়েছে।
এর আগে ২৫ জানুয়ারি সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর এলাকার নামোশংকরবাটি সিদ্দিক বিশ্বাস পাড়ায় শংকরবাটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওই ঘটনা ঘটে। ওই দিন পৌর এলাকার ১১ নং ওয়ার্ড জামায়াত সভাপতি আজিজুল হক নূরের গলা চেপে ধরে তাকে শূন্যে তুলে ফেলেন বডি বিল্ডার রাফি। এতে গলায় ব্যাপক আঘাত পান ভুক্তভোগী জামায়াত নেতা। একই দিন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম বিচারিক কমিটির কাছে এ সংক্রান্ত অভিযোগ দাখিল করেন।
তলব করে রাফিকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, আপনি আপনার পিতা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুন অর রশিদ ও আপনার মা সৈয়দা আসিফা আশরাফী পাপিয়ার উপস্থিতিতে গত ২৫ জানুয়ারি বেআইনিভাবে দলবদ্ধ হয়ে জামায়াতে ইসলামীর পৌর ১১ নং ওয়ার্ড সভাপতি আজিজুল হক নূরের ওপর অতর্কিত হামলা চালান। যার ফলে ভুক্তভোগী গুরুতর আহত হন এবং জনমনে ভীতির সঞ্চার হয়। যা সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ঘটনার ফলে সৃষ্ট বিশৃঙ্খলা ও ভুক্তভোগীর বক্তব্যের ভিডিও পাওয়া যায়। আপনার এই কার্যকলাপ গণপ্রতিনিধিত্ব অদেশ, ১৯৭২ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৩, ১৫ ও ২৭-এর লঙ্ঘন।
আরও পড়ুন: বিএনপি প্রার্থীর গাড়ির সামনে দাঁড়িপাল্লার মিছিল, জামায়াত নেতার গলা টিপে শূন্যে তুললেন ছেলে
এতে আরও বলা হয়ে, এমতাবস্থায় কেন আপনার বিরুদ্ধে বেআইনি কাজ করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেজন্য আগামী ২৯ জানুয়ারি সকাল ১১টায় স্বাক্ষরকারীর কার্যালয়ে স্ব-শরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হল।