ফেনী-১ আসনে এনসিপির এম্বাসেডর জোবায়ের

২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ PM , আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:৩৯ PM
এহসানুল মাহবুব জোবায়ের

এহসানুল মাহবুব জোবায়ের © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি, এনসিপির পক্ষ থেকে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণার জন্য ২৩৮ আসনে এম্বাসেডর নিয়োগ দেওয়া হয়েছে। এতে ফেনী-০১ আসনে এম্বাসেডরের দায়িত্ব পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব জোবায়ের।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এনসিপির দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া ২৪৩ আসনে গণভোটের এম্বাসেডর ঘোষণা করেন। 

আসনগুলোতে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রার্থীদের দলীয় মার্কার পাশাপাশি গণভোটের পক্ষে কাজ করবেন এম্বাসেডররা।

জানা যায়, এহসানুল মাহবুব জোবায়ের ইতঃপূর্বে ফেনী-০১ আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিপক্ষে মনোনয়ন নিয়ে দেশব্যাপী আলোচনায় আসেন। এই আসনে দশ দলীয় জোটের প্রার্থী জামায়াতের এস এম কামাল উদ্দিন।

এহসানুল মাহবুব জোবায়ের বলেন, গণভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্ত জনমত তৈরির লক্ষ্যে ফেনী-০১ আসনে আমি কাজ করবো। নতুন বাংলাদেশ গড়তে সংস্কারের পক্ষে আমাদের ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে।

ফেনীর পরশুরাম উপজেলা বক্সমাহমুদ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা এহসানুল মাহবুব জোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে ২০১৪ সালে মাধ্যমিক ও ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন।

এর আগে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের অর্থ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য সহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন। 

এছাড়াও তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩-২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন কর্পোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন। বর্তমানে তিনি বায়িং হাউজ ব্যবসার সাথে জড়িত।

ইসতিয়াক নাসিরকে দলে ফেরাল বিএনপি
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন সুইডেনে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে
  • ২৪ জানুয়ারি ২০২৬
সাতক্ষীরা-৩ আসনে এনসিপির গণভোটের পক্ষে প্রচারণার প্রার্থী ড…
  • ২৪ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোডের সময় পরিবর্তন
  • ২৪ জানুয়ারি ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৫ বছরে পদার্পণ: বছর…
  • ২৪ জানুয়ারি ২০২৬
সেলস অফিসার নিয়োগ দেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬