নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থীর উপর হামলা প্রমাণ করে আইনশৃঙ্খলা কতটা ভঙ্গুর: এনসিপি 

১৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ PM
নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটে

নারায়ণগঞ্জ-৪ আসনে এনসিপি মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটে © টিডিসি

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। এসময় ধস্তাধস্তিতে অন্তত দুই এনসিপি কর্মী আহত হন। তারা এনসিপির ছাত্র-উইং ছাত্রশক্তির মহানগর কমিটির যুগ্ম সদস্য সচিব মারুফ সরকার (২১) ও ফতুল্লা থানা কমিটির সংগঠক আবু তাহের (২২)। ঘটনায় প্রধান অভিযুক্ত মারুফ হাসান (২২) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)

এঘটনায় এনসিপির দপ্তর উপ-কমিটি সদস্য ইফতেখারুল ইসলাম পাঠানো এক বিবৃতিতে দলটি জানিয়েছে, আসন্ন নির্বাচনের আগে দেশের বিভিন্ন স্থানে যে প্রকাশ্য সন্ত্রাস, হামলা ও ভয়ভীতি প্রদর্শন শুরু হয়েছে, আজকের ঘটনা তারই ধারাবাহিকতা। নিরাপত্তা পরিস্থিতি এভাবে অবনতি হতে থাকলে কোনোভাবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না। এই হামলার ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা কতটা নিয়ন্ত্রণহীন ও ভঙ্গুর। আমরা মনে করি, আসন্ন নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তাছাড়া হামলাকারীকে আটক করার পরপরই কিশোর গ্যাং সদস্যদের ঘটনাস্থলে উপস্থিত হওয়ার ঘটনা স্পষ্ট করে দেয় যে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং একটি সংগঠিত সন্ত্রাসী নেটওয়ার্কের বহিঃপ্রকাশ।

এরআগে কতকাল বুধবার (১৪ জানুয়ারি) রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের পশ্চিম দেওভোগ বাঁশমুলি এলাকায় হামলার ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে জেলা জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক রাইসুল ইসলাম জানান, ফতুল্লার কাশিপুর বাশমুলি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এক যুবককে আল আমিনের পেছনে অনুসরণ করতে দেখা যায়। সন্দেহ হলে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তার জামার নিচ থেকে বড় একটি চাপাতি পাওয়া যায়। এসময় তিনি পালাবার চেষ্টা করেন এবং এনসিপির দুই কর্মীকে আহত করেন।

এ বিষয়ে আব্দুল্লাহ আল আমিন বলেন, ‌‘আমি গণভোট নিয়ে গণসংযোগে ছিলাম। এসময় আমার সঙ্গে ৪০-৫০ জন কর্মী ও স্থানীয় লোকজনের সঙ্গে হেঁটে হেঁটে মতবিনিময় করছিলেন। এসময় এক তরুণ আমাদের অনুসরণ করতে থাকে। তাকে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করলে জামার ভেতরে ধারালো চাপাতি পাওয়া যায়। চাপাতি নিয়ে অনুসরণের কারণ জানতে চাইলে সে জানায়, এক লোক নাকি তাকে অস্ত্র নিয়ে অনুসরণ করতে বলেছে। এলাকাটি মাদক ও কিশোর গ্যাং সদস্যদের জন্য অভয়ারণ্য। মুহূর্তের মধ্যেই ওই ছেলের সঙ্গে বেশকিছু লোকজন জড়ো হয়ে যায়। তখন স্থানীয়রা আমাকে সেফলি গাড়িতে তুলে দিয়ে চলে যেতে বলেন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।’

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় র‍্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ এর উপ-পরিচালক এসপি আব্দুর রশিদ। এর আগে রাত ২টায় ফতুল্লার কাশিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মারুফ হাসান ফতুল্লার চর কাশিপুর এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

ট্যাগ: এনসিপি
‘হাদির জিন্দাবাদ’র শিল্পী আবু উবায়দার সব ধরনের নাশিদ অনুষ্ঠ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নাজমুলকে নিয়ে ক্রিকেটাররা, অন্যান্য পরিচালক ও জাতি বিরক্ত: …
  • ১৫ জানুয়ারি ২০২৬
রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা কাল, জেনে নিন খুঁটিনাটি 
  • ১৫ জানুয়ারি ২০২৬
নেপথ‍্যের কুশীলবরা সবসময় পর্দার অন্তরালে, ক্রিকেট মাঠের ছবি…
  • ১৫ জানুয়ারি ২০২৬
পোস্টাল ব্যালটে ফেনীতে ভোট দেবেন ৪০ হাজার ভোটার, নিবন্ধনে শ…
  • ১৫ জানুয়ারি ২০২৬
নতুন দলে মাহফুজ আলমের যোগদানের খবর ফেসবুকে, যা জানা যাচ্ছে
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9