নির্বাচন পরিচালনায় ছয়টি উপ-কমিটি গঠন করেছে এনসিপি © টিডিসি ফটো
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় ছয়টি উপ-কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১৪ জানুয়ারি) দলটির মিডিয়া সেল এই তথ্য জানায়। এরআগে মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনসিপি'র 'কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি'র চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয় কার্যক্রমে গতিশীলতা আনয়ন করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।
অর্থ ও ফান্ডরেইজিং বিষয়ক উপ-কমিটিতে ফরহাদ সোহেলকে প্রধান ও রফিকুল ইসলাম আইনীকে সেক্রেটারি কার হয়েছে। এছাড়া সদস্য হিসেবে আছেন, তানহা শান্তা, মুহাম্মাদ রাসেল, রাফসান জনি, মেহেদী হাসান মুন্না।
প্রশাসন ও নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপ-কমিটি মেজবাহ উদ্দীনকে প্রধান ও আয়মান রাহাতকে সেক্রেটারি করা হয়েছে। এছাড়া সদস্য হিসেবে আছেন, মাহিন সরকার, মো. মেসবাহ ইউ আহমেদ, ইমরান নাঈম, আয়েশা ইসলাম, আবদুল্লাহ আল মনসুর, নাহিদ উদ্দিন তারেক, আশিকুর রহমান আশিক, সাইফল ইসলাম ফয়সাল।
মিডিয়া বিষয়ক উপ-কমিটিতে মাহাবুব আলমকে প্রধান ও ইয়াসির আরাফাতকে সেক্রেটারি কেরে সদস্য পদে রাখা হয়েছে আব্দুল্লাহ আল মামুন, আহসান মাহবুব জুবায়ের, গোলাম মর্তুজা সেলিম, শাওন মাহফুজ, মুহাম্মদ আসাদুল্লাহ, ঐশি আলম পৃথি, জুবায়ের হোসেন চৌধুরী।
কমিউনিটি নিয়াজোঁ বিষয়ক উপ-কমিটিতে সানাউল্লাহ খানকে প্রধান ও ভীশাস্ত্রী ডেভিড রাজু সেক্রেটারি করা হয়েছে। এছাড়া সদস্য পদে আছেন মুফতী ইনজিমামুন ইসললাম, কলিঙ্গ ঢাকমা, মানিক নান বড়াল, পরিমল চন্দ্র উরাও, মেমাস বিশ্বাস তারপুরি, সুজন রবিদাস, মাওলানা মাহমুদুল হক জালীদ, মোহাম্মদ ইদ্রিস হোসাইন, আবদুল আহাদ ভাওহীদ।
আন্তর্জাতিক ও সিভিল সোসাইটি বিষয়ক উপ-কমিটিতে আলাউদ্দীন মোহাম্মদকে প্রধান ও নুসরাত তাবাসসুমকে সেক্রেটারি করা হয়েছে। এছাড়া সদস্য পদে আছেন, তৌহিদ হোসেন মজুমদার, ইফতেশাম চৌধুরী, খালেদ মাহমুদ মোজরা, ড. মনিরুজ্জামান, রিফতি আন জাবেদ।
ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক উপ-কমিটিতে হামযা মাহবুবকে প্রধান ও মাহবুব-ই-খোদাকে সেক্রেটারি করা হয়েছে। এছাড়া সদস্য পদে আছেন, মোহাম্মাদ উসামা, যুবায়ের আহমেদ সরদার, তৌহিদুল ইসলাম তুহিন, মেহেদী হাসান অনিম, রেজাউল ইসলাম, মোঃ আফজাল হোসেন।