ছাত্রদলে যোগ দিলেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী

১০ জানুয়ারি ২০২৬, ১০:১৬ PM , আপডেট: ১০ জানুয়ারি ২০২৬, ১০:১৭ PM
ছাত্রদলে যোগ দিলেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা

ছাত্রদলে যোগ দিলেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণ-অভ্যুত্থানে অংশ গ্রহণ করা শতাধিক শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতে ফুলের তোড়া নিয়ে তারা ছাত্রদলে যোগদান করেন। ব্রাহ্মণবাড়িয়া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ছাত্রদল এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের শুরুতে জুলাই-গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে একমিনিট নীরবতা পালন করা হয়।

এসময় বিএনপির নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামল জুলাই-গণঅভ্যুত্থানের প্রত্যেক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নিয়ে বলেন, ছাত্ররা যদি না এগোত তাহলে কিন্তু এই জুলাই-গণঅভ্যুত্থান হতো না। এই ফ্যাসিস্ট সরকারেরও পতন হতো না।জুলাই-গণঅভ্যুত্থানের চেতনাকে ধরে রাখতে হবে।

খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন,  এই অভ্যুত্থান পাওয়া ও জয়লাভ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। ২০২৪ সালে জুলাইয়ে তোমরা যারা ব্রাহ্মণবাড়িয়ায় যুদ্ধ করে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছ। তোমাদের নেতৃত্ব শুধু শহরে সীমাবদ্ধ ছিল না সারাদেশে ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, ছাত্ররা যদি না এগোত তাহলে কিন্তু এই জুলাই-গণঅভ্যুত্থান হতো না। এই ফ্যাসিস্ট সরকারেরও পতন হতো না। তাঁরা সাহসিকতার পরিচয় দিয়েছে। ছাত্ররা নেতৃত্বে এগিয়ে এসেছিল পরবর্তীতে কিন্তু ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি আছে সবাই নেপথ্যে থেকে ছাত্রদের সহায়তা করেছে। ছাত্রদলের নেতৃবৃন্দরাও কিন্তু নেপথ্যে থেকে অনুপ্রেরণা যুগিয়েছে ও সহায়তা করেছে।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজিদুর রহমান, সাবেক সহসভাপতি মোকাররম হোসেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠক মোহাইমিনুল আজবীন, জুলাই-গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন, ছাত্র সংগঠনক সৈয়দ মোহাম্মদ আলী প্রমুখ।

বক্তব্যে জুলাই-গণঅভ্যুত্থানের শিক্ষার্থীরা আন্দোলনের স্মৃতিচারণ করে বলেন, জুলাই-গণঅভ্যুত্থাণ কারো একার বা নির্দিষ্ট কোনো দলের ব্যক্তিগত সম্পদ নই। একটি দল সেটিকে নিজের সম্পদ বলে প্রচার করছে। আমরা কাউকে জুলাই-গণঅভ্যুত্থান বিক্রি করতে দিব না। জুলাইকে আপনারা নিতে পারবেন না। জুলাই আমাদের সবার, বাংলাদেশের।

কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নেবে ডিজিকন টেকনোলজিস, পদ …
  • ১১ জানুয়ারি ২০২৬
১০ হাজার বিসিএস পরীক্ষার্থীর প্রস্তুতিতে সহযোগিতা করবে ইউসি…
  • ১১ জানুয়ারি ২০২৬
মিয়ানমার থেকে আসা গুলিতে টেকনাফে শিশু নিহত, সড়ক অবরোধ
  • ১১ জানুয়ারি ২০২৬
কতদিন ধরে আলাদা থাকছেন, জানালেন তাহসান
  • ১১ জানুয়ারি ২০২৬
দর কষাকষিতে কোন দলকে কত আসন দিচ্ছে জামায়াত
  • ১১ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি আবুল খায়ের গ্রুপে, পদ ৩২০, আবেদন অভিজ্ঞত…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9