তারেক রহমান © টিডিসি ফটো
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘হিংসা, প্রতিশোধ ও বিভেদের রাজনীতির ফলাফল জাতি ইতোমধ্যে দেখেছে। আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। আগস্টের পূর্বে ফিরে যাওয়ার কোনো কারণ নেই।’ চেয়ারম্যান হওয়ার পরের দিনই শনিবার (১০ জানুয়ারি) ঢাকার বনানীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে প্রথমবারের মতো শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
আজ বেলা সোয়া ১১টায় অনুষ্ঠানটি হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে শুরু হয়। এতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌঁছে তারেক রহমান নিজেই বিভিন্ন সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে সেটি যেন মতবিভেদে রূপ না নেয়। মতবিভেদে জাতি বিভক্ত হয়, আর জাতি বিভক্ত হলে কী পরিণতি হয়, তা আমরা ৫ আগস্ট দেখেছি।‘
আরও পড়ুন: শিক্ষিত নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি: তারেক রহমান
তিনি আরও বলেন, নতুন প্রজন্মের মধ্যে হতাশা থাকলেও তাদের কাছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা ও পরিকল্পনা রয়েছে। নতুন প্রজন্ম আশা দেখতে চায়, তারা একটি গাইডেন্স চায়। শুধু নতুন প্রজন্ম নয়, প্রতিটি প্রজন্মই আজ দিকনির্দেশনার প্রত্যাশা করছে।
তারেক রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান এবং জবাবদিহিতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার গুরুত্বে জোর দেন।
যুক্তরাজ্যে দেড় দশক নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। এর পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর, তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার ১০ দিনের মাথায় বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।
নিজের সাম্প্রতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘দেশে ফিরে কয়েকটি জায়গায় গেলে বুঝেছি মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, একটি আশার কথা শুনতে চায়।‘
তিনি আরও বলেন, ‘১৯৭১, ১৯৯০ ও ২০২৪ সালের ৫ আগস্টকে সামনে রেখে যদি আমরা রাজনীতি করি, তাহলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করে জাতিকে সঠিক পথে এগিয়ে নেওয়া সম্ভব।‘
আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, নারী-পুরুষ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ক্ষমতায় এলে শিক্ষিত নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পরিকল্পনার কথাও জানান তিনি।
এছাড়া অতীতের মতো আবারও চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদানের আশাবাদও পুনর্ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান।