তারেক রহমান © সংগৃহীত
বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেগম রোকেয়া নারী শিক্ষার জন্য আন্দোলন করেছিলেন, আর পরবর্তীতে মরহুমা বেগম খালেদা জিয়া নারী শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি এনেছেন। তিনি আরও জানিয়েছেন, ‘আমরা ক্ষমতায় গেলে শিক্ষিত নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।’
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর এক হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, ‘আমাদের তরুণ সমাজের অনেক প্রতিভা রয়েছে। তাদের কাজ আমরা ফেসবুক বা টিকটকে দেখতে পাই। এই প্রতিভার জন্য কিছু নীতি নির্ধারণ করা প্রয়োজন। আমরা ভাবছি, কীভাবে তাদের ইনকাম নিশ্চিত করা যায়।’
তিনি আরও উল্লেখ করেন, ‘যারা দেশে ছিলেন, তারা অবশ্যই রাজনৈতিক পরিস্থিতি আমার চেয়ে ভালো জানেন। তবে আমি একেবারেই কিছু জানি না—এটি সত্য নয়। আমারও একটি ধারণা রয়েছে।’
তারেক রহমান বলেন, ‘আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে এই মতপার্থক্য নিয়ে আমরা খোলাখুলি আলোচনা করতে পারি।’