সামা ডা. মো. রেদওয়ানুল হক © সংগৃহীত
লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আবু সামা ডা. মো. রেদওয়ানুল হক তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২) অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবু সামা ডা. রেদওয়ানুল হক বলেন, আমি লালমনিরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। যাচাই-বাছাইয়ে আমার এক শতাংশ ভোটারের মধ্যে ৬ জনের তথ্য সঠিক পাওয়া গেছে, আর চারজনের তথ্য পাওয়া যায়নি। চারজন ভোটারকে ভয়-ভীতি দেখিয়ে না সূচকে স্বাক্ষর নেওয়া হয়েছিল। আজ বিজ্ঞ আইনজীবীদের সহায়তায় নির্বাচন কমিশন আমার আপিল শুনানি করেছেন এবং নির্বাচন কমিশনাররা আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।
এই সময় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান জামিল চৌধুরী বলেন, লালমনিরহাট-১ আসনে আবু সামা ডা. মো. রেদওয়ানুল হকের মনোনয়নপত্র বৈধ হওয়ায় তিনি নির্বাচনে অংশগ্রহণে আর কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন না। এখন তিনি লালমনিরহাট-১ (হাতিবান্ধা ও পাটগ্রাম) আসনের বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণ্য হচ্ছেন।