তারেক রহমানের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইস © সংগৃহীত
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইস। শুক্রবার (৯ জানুয়িারি) সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এর আগে, সন্ধ্যা ৬টায় ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
তার আগে বিকালে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
প্রতিটি সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি, দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
এসব সাক্ষাতের সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
গত ৭ জানুয়ারি চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরেই শুক্রবার প্রথমে পাকিস্তানের হাইকমিশনা, এরপর অস্ট্রেলিয়ান হাই কমিশনার এবং পরে জার্মান রাষ্ট্রদূত সাক্ষাৎ করলেন।