হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনোয়ন যাচাই-বাছাই কার্যক্রম © সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য হবিগঞ্জ জেলার ৪টি আসনের ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একইসঙ্গে ১৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন এ ঘোষণা দেন।
এর আগে, এদিন সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলা নির্বাচন কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তা।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে,হবিগঞ্জ জেলার ৪ টি আসনে মোট ২৯টি মনোনয়নপত্রের মধ্যে ১৯টি বৈধ এবং ১০টি বাতিল ঘোষণা করা হয়েছে।
হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত কাজী তোফায়েল আহমদের মনোনয়ন বাতিল করা হয়েছে স্ট্যাম্পে হলফনামা ও স্বাক্ষরের অনুপস্থিতির কারণে।
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আফছার আহমদ (স্বতন্ত্র), লুকমান আহমদ তালুকদার (বাসদ) ও মো. নোমান আহমদ সাদীক (বাংলাদেশ খেলাফত মজলিস) মনোনয়ন বাতিল হয়েছে ভোটার তালিকা অসম্পূর্ণতা, হলফনামায় তথ্য গোপন ও আবেদন ত্রুটির কারণে।
হবিগঞ্জ-৩ (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে মো. শাহিনুর রহমান (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট) এর মনোনয়ন বাতিল করা হয়েছে। ত্রুটিপূর্ণ আবেদন, স্বাক্ষর ও তথ্যের গড়মিল এবং আয়কর রিটার্ন অনুপস্থিতির কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বাংলাদেশ মুসলিম লীগ, সাংস্কৃতিক মুক্তিজোট, আমার বাংলাদেশ পার্টি (এবি) ও দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন দলীয় অসঙ্গতি ও প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে বাতিল করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন।