ঢাকা-১০ আসনে বিএনপি প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ

০৩ জানুয়ারি ২০২৬, ০২:০০ PM
রবিউল আলম রবি

রবিউল আলম রবি © টিডিসি ফটো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী রবিউল আলম রবির মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় রবিউল আলম রবি বলেন, আজকের নির্বাচনী প্রক্রিয়ায় যে অগ্রগতি হয়েছে, তা একটি গ্রহণযোগ্য নির্বাচনের চূড়ান্ত পর্যায়ের দিকে দেশকে এগিয়ে নিচ্ছে। গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একটি দলের হাতে তুলে দেবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্য দিয়ে গণতন্ত্র পূর্ণভাবে পুনঃপ্রতিষ্ঠিত হবে। এটি জাতির জন্য অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক।

তিনি আরও বলেন, যারা ভোটার হিসেবে সবসময় নিজেদের মতামত ও রায়ের মাধ্যমে গণতন্ত্র ও রাষ্ট্র ব্যবস্থাপনাকে সঠিক পথে রাখতে চান, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সময়।

তিনি বলেন, বাস্তবতা হলো সরকার ও প্রশাসন সব রাজনৈতিক দল ও প্রার্থীকে সমান সুযোগ দিচ্ছে। এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন তাদের দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।

তিনি আরও বলেন, ভোটারদের সমর্থন, জনপ্রিয়তা, কর্মীদের সক্রিয়তা ও সাংগঠনিক শক্তির দিক থেকে বড় দলগুলো স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে। এটিই রাজনীতির স্বাভাবিক বাস্তবতা। 

তিনি আরও বলেন, তারপরও সব রাজনৈতিক দল ও প্রার্থী তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সমান সুযোগ পাচ্ছে। তাই বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।

 অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীদের উদ্দেশে তিনি বলেন, অন্য দলের কার্যক্রম বেশি মনে হলে সেটিকে অসমতা হিসেবে না দেখে নিজেদের রাজনৈতিক কার্যক্রম ও জনসম্পৃক্ততা আরও বাড়ানো উচিত। সমর্থন ও জনপ্রিয়তা বাড়ানোর মধ্য দিয়েই প্রতিযোগিতায় সমান অবস্থানে আসা সম্ভব।

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালে গ্রেপ্তার ৭
  • ০৫ জানুয়ারি ২০২৬
নাইজেরিয়ায় নৌকা ডুবে নিহত ২৬
  • ০৫ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি আটক
  • ০৫ জানুয়ারি ২০২৬
শৈত্যপ্রবাহে কাঁপছে দেশ, আজ সূর্যের আলো দেখা যাবে কিনা জানা…
  • ০৫ জানুয়ারি ২০২৬
চবির ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ৩৫ …
  • ০৫ জানুয়ারি ২০২৬
দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ
  • ০৫ জানুয়ারি ২০২৬