ইশরাক হোসেনের বছরে আয় সোয়া কোটি টাকা, সম্পদ ৮ কোটির

০৩ জানুয়ারি ২০২৬, ১২:২৯ PM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের বার্ষিক আয় ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৮১৭ টাকা। হলফনামার তথ্য অনুযায়ী, তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ৮ কোটি টাকা। ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়েছিলেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে জমা দেওয়া হলফনামায় ৩৮ বছর বয়সী ইশরাক হোসেন তার শিক্ষাগত যোগ্যতা এমএসসি (স্নাতকোত্তর) এবং পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। এক সময় ২১টি মামলার আসামি থাকলেও জুলাই গণ-অভ্যুত্থানের পর সব কটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন বলে হলফনামায় জানিয়েছেন।

ইশরাকের বার্ষিক আয়ের বড় অংশ আসে চাকরি এবং ব্যবসা থেকে। হলফনামা অনুযায়ী, তার চাকরি থেকে আয় ৬২ লাখ ৩৩ হাজার ৩৩২ টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় ৬২ লাখ ১৩ হাজার ৭৯১ টাকা। এছাড়া বাড়ি ও বাণিজ্যিক স্থাবর সম্পত্তির ভাড়া থেকে ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা এবং শেয়ার, বন্ড ও ব্যাংক আমানত থেকে ৩ লাখ ৫৩ হাজার ৩৯৪ টাকা আয় করেন তিনি।

আরও পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

ইশরাক হোসেনের মোট অস্থাবর সম্পদের পরিমাণ ৬ কোটি ১৪ লাখ ৭৬ হাজার ৯৬৫ টাকা। এর মধ্যে নগদ রয়েছে ১১ লাখ ১৬ হাজার ৫৭ টাকা এবং ব্যাংক জমা ১ কোটি ৩৯ লাখ ৮৭ হাজার ৬৫৬ টাকা। তার বন্ড ও বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে ৩ কোটি ৪৪ লাখ ২০ হাজার টাকার এবং সঞ্চয়পত্র ও স্থায়ী আমানত রয়েছে ১ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ৭৪ টাকার। আসবাবপত্র হিসেবে ২ লাখ ৩১ হাজার ৪০০ টাকার সম্পদ দেখালেও তার নামে কোনো ইলেকট্রনিক পণ্য বা ঋণের তথ্য নেই।

ইশরাক হোসেনের স্থাবর সম্পদের মধ্যে ৩০ লাখ ২৫ হাজার ৬৫০ টাকার কৃষিজমি এবং ৩৪ লাখ ৬৬ হাজার ৮০০ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে। সব মিলিয়ে তার স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৬৪ লাখ ৯২ হাজার ৪৫০ টাকা হলেও বর্তমান বাজারদর অনুযায়ী এর আনুমানিক মূল্য ১ কোটি ৬২ লাখ ৩১ হাজার ১২৫ টাকা। তবে তাঁর নামে কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্টের তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

সবশেষ আয়কর বিবরণী অনুযায়ী, ১ কোটি ২৯ লাখ ৩২ হাজার ৮১৭ টাকা আয়ের বিপরীতে ইশরাক হোসেন ৩৭ লাখ ৯২ হাজার ৬৯৮ টাকা আয়কর দিয়েছেন। সেখানে তিনি ৬ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৪১৫ টাকার নিট সম্পদের কথা উল্লেখ করেছেন।

জাবিতে ৩য় ও ঢাবিতে ১৬তম: ভর্তি পরীক্ষায় সাফল্য তামীরুল মিল্…
  • ১২ জানুয়ারি ২০২৬
রাফিনিয়ার নৈপুণ্যে ক্লাসিকো জয় বার্সেলোনার
  • ১২ জানুয়ারি ২০২৬
৫৬ বছরে, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিবাদের জ্ঞানভূমি জাহাঙ্গীরন…
  • ১২ জানুয়ারি ২০২৬
অনুমোদন পেল মেরিটাইম ইউনিভার্সিটির ১৫৮ কোটি টাকার একাডেমিক …
  • ১২ জানুয়ারি ২০২৬
‘ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক’
  • ১২ জানুয়ারি ২০২৬
১৯ দিনেও সন্ধান মেলেনি মাদ্রাসাছাত্র ফারহানের
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9